নিজস্ব প্রতিনিধি,নদিয়াঃ গত কয়েক মাস ধরে দলের মধ্যেই নাকি কোণঠাসা হয়ে রয়েছেন মুকুল রায়। এই অবস্থায় বিজেপি ছেড়ে পুরনো দল তৃণমূলে ফিরে যাওয়ার প্রস্তুতিতে নিচ্ছেন মুকুল। এমনই গুঞ্জন ছড়িয়েছে রাজ্য রাজনীতির অন্দরে। এরই মাঝে বেশ কয়েকজন মুকুল ঘনিষ্ঠ রাজনৈতিক নেতার বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে যাওয়া নিয়ে জোরাল হয় জল্পনা। মঙ্গলবার এই যাবতীয় বিতর্ক এবং জল্পনার জবাব দিলেন বিজেপির জাতীয় নেতা মুকুল রায়। এদিন কৃষ্ণনগরে রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে শান্তিপুরের ধ্রুব নারায়ন গোস্বামী বাড়িতে জগন্নাথ দর্শন করলেন বিজেপি নেতা মুকুল রায়।
সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্য এবং বিজেপির জাতীয় নেতা মুকুল রায়। বিজেপিতে ব্রাত্য থাকা বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি বিজেপিতে ব্রাত্য হয়ে রয়েছি একথা সম্পূর্ণ মিথ্যা। আমি গত লোকসভা নির্বাচনে চলের আহ্বায়ক ছিলাম। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের সময়েও দল আমাকে আহ্বায়ক করেছিল।”
এই সকল তথ্য তলে ধরে পুরনো দল তৃণমূলকে আক্রমণ করতে দেখা গিয়েছে মুকুল রায়কে। তিনি বলেছেন, “বিজেপি দলের অন্দরে আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে কি হচ্ছে না সেটা আমার তৃণমূলকে বোঝানোর দরকার নেই।”