রাস্তা অবরোধ চলছে (Murshidabad)। সেই সময় আটকে পড়ে একটি অ্যাম্বুল্যান্স। (Murshidabad) সেই অ্যাম্বুল্যান্সে একটি শিশুর তখন শ্বাসকষ্ট উঠেছিল(Murshidabad) । অ্যাম্বুল্যান্সে আটকে পড়ায় সেখানেই মৃত্যু হয় শিশুটির। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বলেন, আর একটু আগে নিয়ে এলে হয়তো বাঁচানো যেত। সেই অবরোধে উপস্থিত ছিলেন তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যান (Murshidabad)।
সোমবার রাতে জঙ্গিপুরের (Murshidabad) ১০ নম্বর ওয়ার্ডের এলাকায় একটি অবরোধ চলছিল। সেই সময় লালগোলা থেকে এক শিশুকে অ্যাম্বুল্যান্সে জঙ্গিপুর হাসপাতালে (Murshidabad) নিয়ে যাওয়া হচ্ছিল। শিশুটির শ্বাসকষ্ট জনিত সমস্যা হয়েছিল। পরিবারের তরফে অভিযোগ করা হয়, যখন শিশুটিকে নিয়ে আসা হয়, তখন অবরোধ চলছিল(Murshidabad) । বার বার অনুরোধ করা হয়েছিল, যাতে অ্যাম্বুল্যান্সটিকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু অ্যাম্বুল্যান্স ছাড়া হয়নি(Murshidabad) । সেই সময় পুলিশ উপস্থিত ছিল। কিন্তু পুলিশও কোনও ব্যবস্থা নেয়নি। জঙ্গিপুর পৌরসভার (Murshidabad) চেয়ারম্যানও অবরোধে ছিল। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অ্যাম্বুল্যান্সেই শিশুটির মৃত্যু হয়(Murshidabad)।
শিশুর আত্মীয় বলেন, “আমি স্যরকে বারবার অনুরোধ করি, স্যর আমাদের যেতে দিন। আমি দেখতে পারছি, ওই রাস্তাটা ফাঁকা। আমি চেয়ারম্যানকেও দেখতে পাই। হেল্প করুন। গাড়িতে একটু পৌঁছে দিন। না হলে স্কুটিতে করে ঢুকতে দিন। কখনই দিল না। আমি অনেক চেষ্টা করে জোর করে যাই, নিয়ে আসি হাসপাতালে… ডাক্তারবাবু বলল খুব দেরি হয়ে গেল, আর দুটো মিনিট আগে এলেই বাঁচানো যেত।”
যদিও জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, শিশুটিকে সাহায্যের জন্য তিনি এগিয়ে এসেছিলেন। শুধু তাই নয়, তিনি মাইকে বার বার অ্যাম্বুল্যান্সটিকে জায়গা দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু তাতে কোনও কাজ না হওয়ায় বাইকে করে শিশুটিকে হাসপাতালে নয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়েছিল। যদিও পরিবারের দাবি, অ্যাম্বুল্যান্সেই শিশুটির মৃত্যু হয়েছিল।