Homeদেশের খবরMuslim Reservation: ‘মুসলিম রিজার্ভেশন’ নিয়ে লালুর বক্তব্যে সরগরম ভোট রাজনীতি! সংবিধান দেখাল...

Muslim Reservation: ‘মুসলিম রিজার্ভেশন’ নিয়ে লালুর বক্তব্যে সরগরম ভোট রাজনীতি! সংবিধান দেখাল কংগ্রেস

Published on

রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব মঙ্গলবার কেন্দ্রীয় সরকার সংবিধান ও গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে, আরজেডি সুপ্রিমো মুসলমানদের জন্য সংরক্ষণের (Muslim Reservation) পক্ষে তাঁর সমর্থন প্রকাশ করে বলেন, ‘মুসলমানদের অবশ্যই সংরক্ষণ পেতে হবে। আরজেডি প্রধান লালু প্রসাদ অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার সংবিধান ও গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছে।’

কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, আমাদের সমাজের অনগ্রসর শ্রেণীকে তাদের জনসংখ্যা অনুযায়ী সংরক্ষণ দেওয়া উচিত। আমাদের সংবিধানের মূলনীতি হল সামাজিক ন্যায়বিচার। সংরক্ষণ হল সামাজিক ন্যায়বিচারের পথ। রাহুল গান্ধী যা বলেছেন তা একটি গ্যারান্টি, যা আমরা আমাদের ‘ন্যায় পত্র’-এ দিয়েছি। আমরা এই সীমা বাড়িয়ে ৫০ শতাংশ করব। প্রত্যেক রাজ্যের এটাই দাবি। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রশ্ন থেকে পালিয়ে ধর্ম নিয়ে কথা বলছেন। ধর্মভিত্তিক সংরক্ষণ ভুল, এটা মিথ্যা।

লালুপ্রসাদ যাদবের বক্তব্যের জবাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, ভারতীয় জোটের সঙ্গে যুক্ত দলগুলি ওবিসি, এসসি ও এসটি-র জন্য সংরক্ষণ ভাঙার কাজ করছে। তাঁর বক্তব্যই এর প্রমাণ। যখন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ক্ষমতায় ছিল, তখন আরজেডি এবং সমাজবাদী পার্টি ছিল এর অংশ। সেই সময় তাঁরা রঙ্গনাথ মিশ্র কমিটি ও সাচার কমিটি গঠন করেছিলেন।’তিনি আরও বলেন, ‘রঙ্গনাথ মিশ্র কমিটি উল্লেখ করেছিল যে ২৭টির মধ্যে ৬ শতাংশ সংরক্ষণ মুসলমানদের দেওয়া উচিত, যার তীব্র বিরোধিতা করেছিল বিজেপি। আমরা বলেছিলাম, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হতে পারে না। এরপর সাচার কমিটি গঠন করে তপশিলি জাতি ও তপশিলি উপজাতির সংরক্ষণের ক্ষেত্রে ফাটল ধরার চেষ্টা করা হয়। এর জন্য, মুসলমানদের কিছু অংশকে তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর প্রতিবাদে সরব হয়েছে বিজেপিও।’

তিনি বলেন, ‘বাবাসাহেব ভীমরাও আম্বেদকর ধর্মের ভিত্তিতে সংরক্ষণের বিরুদ্ধে ছিলেন। তিনি বলেন, ‘ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ হতে পারে না। এটি ভারতের বিভাজনের দিকে পরিচালিত করেছিল এবং আমাদের এমন কিছু করা উচিত নয় যা দেশভাগের দিকে পরিচালিত করবে। ফলস্বরূপ, তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের অধিকার রক্ষা করা হয়েছিল। কংগ্রেস, এসপি এবং আরজেডি যখনই সুযোগ পাবে, তারা তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং পিছিয়ে পড়া বর্ণের সংরক্ষণ ভেঙে জোর করে সংখ্যালঘুদের দেওয়ার চেষ্টা করবে। তাঁরা ভারত ভাগের ভিত্তি স্থাপন করেছেন, যার জন্য ভোটারদের জবাব দেওয়া উচিত।’

প্রসঙ্গত, লালুপ্রসাদ যাদবকে সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন করা হয়েছিল, ‘আপনারা ওবিসি রিজার্ভেশন নিয়ে মুসলমানদের দিচ্ছেন।’ এই প্রশ্নের উত্তরে লালু বলেন, ‘মুসলমানদের সংরক্ষণ পাওয়া উচিত।’ ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে দেশে জঙ্গলরাজ হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের বিষয়ে লালু বলেন, ‘তিনি এতটাই ভয় পেয়েছেন যে, তিনি সবাইকে উস্কে দিচ্ছেন। তারা সংবিধান ও গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, জনগণ এটা বুঝতে পেরেছে।’

Latest News

Fire breaks Out: ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা! পুড়ে ছাই হয়ে গেল কাকুলিয়া বস্তির একাংশ

ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire breaks out) ঘটনা ঘটল। গড়িয়াহাটের কাছে কাকুলিয়া বস্তিতে (Fire...

Price Hike: আলু রফতানিতে নিষেধাজ্ঞা! দাম কমার আশায় মধ্যবিত্ত বাঙালিরা

মুখ্যমন্ত্রীকে না জানিয়েই ভিন রাজ্যে পাঠানো হচ্ছিল আলু (price hike)। তার জেরেই হু হু...

IND vs AUS: ভারতের ব্যাটিংয়ে ধস, অজিদের কোমর ভেঙে দিলেন অধিনায়ক বুমরা

শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার (IND vs AUS) মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট...

IPL: আইপিএলের আগামী তিন আসরের সূচি প্রকাশ্যে

আসন্ন আইপিএলের (IPL) নিলাম অনুষ্ঠিত হয়নি এখনও। আগামী ২৪ ও ২৫ মে সৌদি আরবের...

More like this

Fire breaks Out: ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা! পুড়ে ছাই হয়ে গেল কাকুলিয়া বস্তির একাংশ

ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire breaks out) ঘটনা ঘটল। গড়িয়াহাটের কাছে কাকুলিয়া বস্তিতে (Fire...

Price Hike: আলু রফতানিতে নিষেধাজ্ঞা! দাম কমার আশায় মধ্যবিত্ত বাঙালিরা

মুখ্যমন্ত্রীকে না জানিয়েই ভিন রাজ্যে পাঠানো হচ্ছিল আলু (price hike)। তার জেরেই হু হু...

Calcutta High Court: বয়স কোনও বাধাই নয়! টেস্ট টিউব বেবির অনুমতি মিলল হাইকোর্টে

বয়স ষাট ছুঁই ছুঁই করছে। এই বয়সে সন্তান নিতে চান কাশীপুরের দম্পতি। কিন্তু পথের...