সমীর সাহা, নদিয়াঃ লোকাল ট্রেন চলাচল বন্ধ। তাই পুজোর কেনাকাটা করতে বাইরে যেতে পাচ্ছেন না স্থানীয় লোকজন। তাই অন্যবারের তুলনায় যথেষ্ট বিক্রি বেড়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়ার বিভিন্ন বাজারগুলিতে। এমনটাই দাবি স্থানীয় ব্যবসায়ীদের।
করোনা পরিস্থিতিতে ছয়-সাত মাস ব্যবসা বন্ধ ছিল। মেট্রো চলাচল শুরু হলে লোকাল ট্রেন চলাচল এখনও শুরু হয়নি। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর এই পুজো মানেই নতুন জামাকাপড়। এতদিন কাপড়ের দোকান সহ রেডিমেড দোকানগুলোতে কোন বিক্রিই ছিল না। কিন্তু ট্রেন বন্ধ থাকায় স্থানীয় দোকানগুলোতে কেনাকাটার ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা।
