সমীর সাহা, নদিয়াঃ করোনা আবহে ক্ষতির মুখে পড়েছেন নদিয়ার বেথুয়াডহরির সাধনপাড়ার মৃৎশিল্পী কার্তিক পাল। অন্যবার ৪৫ থেকে ৫০টি প্রতিমা তৈরি করলেও এবার কিন্তু তৈরি করেছেন মাত্র২০ থেকে ২৫ টি।
এরমধ্যে এখনও ৫ টি প্রতিমার কোন অর্ডার হয় নি। ফলে কপালে চিন্তার ভাঁজ প্রতিমা শিল্পী এবং তার পরিবারের। কিভাবে পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করবেন ভেবে পাচ্ছেন না কার্তিক পালের মত মৃৎশিল্পীরা। অক্ষেপের সুরে শিল্পী জানালেন। এ ব্যাপারে কারও কোন মাথা ব্যথা নেই,সরকারের তো নেই। অথচ পুজো পুজো করে বিশাল চিন্তা ভাবনা।
সরকারিভাবে ক্লাবগুলো টাকা পেল। করোনা আবহে সরকারি নির্দেশে ছোট ছোট প্রতিমা করার কথা বলা হল। সেকারনে অন্যবার ৮ টি বড় প্রতিমা করলেও এবার একটিও বড় প্রতিমা তৈরি করেন নি তিনি। ছোট প্রতিমা তৈরি করে তা পড়ে থাকায় অসুবিধায় মধ্যে পড়েছেন তারা।তিনি বলেন করোনা আবহে শিল্পীদের কথা কেউ ভাবেন নি। কি ভাবে চলবে পরিবার নিয়ে চিন্তিত সাধনপাড়ার শিল্পীরা।