22 C
New York
Monday, December 30, 2024
Homeদেশের খবরহাসিনা-মোদি শীর্ষ বৈঠক, ৫ সমঝোতা-চুক্তি সই

হাসিনা-মোদি শীর্ষ বৈঠক, ৫ সমঝোতা-চুক্তি সই

Published on

আবু আলী, ঢাকা, ২৭ মার্চ:  বাংলাদেশে সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচিত হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বাংলাদেশে আসা নরেন্দ্র মোদী তার সফরের দ্বিতীয় দিন শনিবার বিকাল ৫টার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে শেখ হাসিনা তাকে স্বাগত জানান। দুই সরকার প্রধান প্রথমে কিছু সময় একান্তে বৈঠক করেন। পরে তাদের নেতৃত্বে শুরু হয় দুই দেশের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠক,যা চলে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত।
দ্বিপক্ষীয় বৈঠকে ৫টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে। সমঝোতা স্মারকগুলো হচ্ছে ব্যবসা-বাণিজ্যে শুল্ক দূর করা, তথ্য ও প্রযুক্তিখাতে যোগাযোগ বাড়ানো, পরিবেশগত সুরক্ষ অর্থাৎ দুর্যোগ প্রশমনে সহযোগিতা ও রাজশাহী শহরে খেলার মাঠ নিয়ে দুটি প্রকল্প। খবর প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রের।

বৈঠক শেষে যাত্রীবাহী ট্রেন ‘মিতালী এক্সপ্রেস’ উদ্বোধনসহ বেশ কয়েকটি প্রকল্প ভার্চুয়ালি উদ্বোধন করেন উভয় প্রধানমন্ত্রী।
বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবসে শুক্রবার সকালে এয়ার ইনডিয়ার একটি বিশেষ ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে নরেন্দ্র মোদীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। ২০২০ সালের মার্চে মুজিববর্ষের আয়োজনে মোদীর উপস্থিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস মহামারীর কারণে তা পিছিয়ে গিয়েছিল। মহামারী শুরুর পর গত এক বছরের মধ্যে সেই বাংলাদেশেই তিনি প্রথম সফরে এলেন।

শুক্রবার বিকালে জাতীয় প্যারেড স্কয়ারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য দেন নরেন্দ্র মোদী।
সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যৌথভাবে ‘বঙ্গবন্ধু-বাপু জাদুঘর’ উদ্বোধন করেন। সেখানে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আয়োজিত রাষ্ট্রীয় ভোজেও যোগ দেন।
সফরের দ্বিতীয় দিন শনিবার সকালে সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী মন্দির পরিদর্শনে যান নরেন্দ্র মোদী। সেখান থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান ওড়াকান্দি মন্দির পরিদর্শন করে ঢাকায় ফেরেন মোদী।
প্রধানমন্ত্রী শেষ হাসিনার সঙ্গে বৈঠক শেষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের প্রধানমন্ত্রী। পরে সন্ধ্যায় তিনি নয়া দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

Latest articles

Shehbaz-Nawaz criticised: মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক জানান নি শেহবাজ-নওয়াজ, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানিদের তোপের মুখে শরিফ ভাইয়েরা

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের শোক প্রকাশ না করার...

Delhi Politics: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনাকে অস্থায়ী বলেছেন, এটি একটি অপমান’, অতিশীকে চিঠি দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের

দিল্লির (Delhi Politics) লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা মুখ্যমন্ত্রী অতিশী মারলেনাকে চিঠি লিখেছেন। তাঁর...

Pawan Kalyan On Allu Arjun: ‘তেলেঙ্গানা পুলিশের কোনও দোষ নেই’, আল্লু অর্জুনের গ্রেপ্তারের বিষয়ে বয়ান দিলেন পবন কল্যাণ

অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ (Pawan Kalyan On Allu Arjun) বলেছেন, আইন সকলের জন্য সমান...

Rahul Gandhi: রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে তোলপাড়, প্রশ্ন তুলল বিজেপি

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মৃত্যুতে দেশ যখন শোকাহত, তখনও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul...

More like this

Delhi Politics: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনাকে অস্থায়ী বলেছেন, এটি একটি অপমান’, অতিশীকে চিঠি দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের

দিল্লির (Delhi Politics) লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা মুখ্যমন্ত্রী অতিশী মারলেনাকে চিঠি লিখেছেন। তাঁর...

Rahul Gandhi: রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে তোলপাড়, প্রশ্ন তুলল বিজেপি

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মৃত্যুতে দেশ যখন শোকাহত, তখনও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul...

India’s total debt: ভারতের ঋণের পরিমাণ কত জানেন? শুনলে স্তম্ভিত হবে বিশ্ব

মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারত অর্থনৈতিক উন্নয়নের (India's total debt) অনেক উচ্চতা...