22 C
New York
Saturday, December 21, 2024
Homeদেশের খবরবাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা সফরে ভারতীয় যুদ্ধজাহাজ

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা সফরে ভারতীয় যুদ্ধজাহাজ

Published on

আবু আলী, ঢাকা: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা সফরে এলো ভারতীয় যুদ্ধজাহাজ। মোংলা বন্দরে  ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘কুলিশ’ ও ‘সুমেধা’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে তিন দিনের শুভেচ্ছা সফরে এসেছে ভারতীয় নৌবাহিনীর ওই দুটি যুদ্ধজাহাজ । সোমবার (৮ মার্চ) জাহাজ দুটি মোংলা বন্দরে পৌঁছেছে।

বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে বাদ‌্য বাজিয়ে জাহাজ দুটিকে অভিবাদন জানায়। জাহাজ দুটির অধিনায়কদের স্বাগত জানান বানৌজা মংলার অধিনায়ক। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিসহ বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সফরকালে ভারতীয় নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা কমডোর মহাদেব গোর্বধন রাজু ও জাহাজ দুটির অধিনায়করা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন এবং বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করবেন। পাশাপাশি তারা খুলনা নেভাল এরিয়ার কমান্ডার এবং ফ্লোটিলা ওয়েস্টের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাসহ নৌ কমান্ডোদের সঙ্গে কুশলবিনিময় করবেন।

এর আগে সফরকারী জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় পৌঁছালে বানৌজা গোমতী তাদের স্বাগত জানায়। ১৮ জন কর্মকর্তা ও ১৬০ জন নাবিকসহ কুলিশের নেতৃত্বে আছেন কমান্ডার সঞ্জীব অগ্নিহোত্রি এবং ২০ জন কর্মকর্তা ও ১৩০ জন নাবিকসহ সুমেধার নেতৃত্বে রয়েছেন কমান্ডার গৌরব দুর্গাপাল। সফরের অংশ হিসেবে জাহাজের কর্মকর্তা ও নাবিকরা নৌবাহিনীর জাহাজ বা ঘাঁটিসহ মোংলা ও খুলনার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।
জাহাজ দুটির এই শুভেচ্ছা সফর বাংলাদেশ ও ভারতের মধ্যকার পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।তিন দিনের শুভেচ্ছা সফর শেষে জাহাজ দুটি আগামী ১০ মার্চ বাংলাদেশ ত্যাগ করবে।

Latest articles

Election Rulus: নির্বাচনী বিধিতে বদল আনল সরকার, ইলেক্ট্রনিক রেকর্ডে সার্বজনিক নিরীক্ষণে নিষেধাজ্ঞা

সিসিটিভি ফুটেজ এবং প্রার্থীদের ভিডিও রেকর্ডিংয়ের মতো কিছু বৈদ্যুতিন নথির জনসাধারণের যাচাই-বাছাই রোধ করতে...

Bangladesh: কীভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করতেন বাংলাদেশী নাগরিকরা! সামনে এল সমস্ত তথ্য

পাসপোর্ট তৈরি করে জঙ্গিরা ভারতে প্রবেশ করছে বলে গোয়েন্দারা বার বার অভিযোগ করেছে (Bangladesh)।...

Saltlake: মানসিক অবসাদেই আত্মহত্যা! যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে বাড়ছে রহস্য

গত কয়েকদিন ধরে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে একের পর এক মৃতদেহ পাওয়া যাচ্ছে (Saltlake)।...

Bangladesh: বাংলাদেশের মাধ্যমে বাংলায় উত্তেজনা সৃষ্টির পরিকল্পনা ISI- এর হাতে চাঞ্চল্যকর তথ্য

বাংলাকে কেন্দ্র করে ক্রমেই পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই সক্রিয় হয়ে উঠেছে। গোয়েন্দাদের তদন্তে এমনই...

More like this

Election Rulus: নির্বাচনী বিধিতে বদল আনল সরকার, ইলেক্ট্রনিক রেকর্ডে সার্বজনিক নিরীক্ষণে নিষেধাজ্ঞা

সিসিটিভি ফুটেজ এবং প্রার্থীদের ভিডিও রেকর্ডিংয়ের মতো কিছু বৈদ্যুতিন নথির জনসাধারণের যাচাই-বাছাই রোধ করতে...

Scary for Indian Democracy:  শত্রুতার রাজনীতি চরমে, এটা ভারতীয় গণতন্ত্রের জন্য ভীতিকর

এটা মেনে নিতে হবে যে, বর্তমান রাজনীতি স্বাভাবিক দলীয় প্রতিযোগিতা থেকে পারস্পরিক তিক্ততা ও...

India-China Business Issues: ডোনাল্ড ট্রাম্পের হুমকি কাজ করবে না! এখন ভারত ও চীন বাণিজ্য ইস্যুতে মিলিত হবে

সীমান্ত বিরোধ নিষ্পত্তির পর ভারত ও চীন (India-China Business Issues) শীঘ্রই বাণিজ্যের দিকনির্দেশনায় আলোচনায়...