পেট্রলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মুম্বাইয়ে কংগ্রেসের প্রতিবাদসভা চলার সময় ভেঙে পড়ল গরুর গাড়ি

খবরএইসময়,নিউজ ডেস্কঃ  নির্বাচনের পর থেকে পাঁচ রাজ্যে  লাগাতার দাম বেড়েছে জ্বালানির (Fuel)। এর জেরে নাজেহাল হয়ে যাওয়া আমজনতা রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন। একেতে করোনার ধাক্কায় কাবু গোটা দেশ। নানা জায়গায় লকডাউন জারি হয়েছে। পর্যাপ্ত বাস ট্রেন চলাচল না করার কারণে মানুষের একমাত্র ভরসা নিজের গাড়ি। এমন পরিস্থিতিতে পেট্রপণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় অসুবিধা সাধারণ মানুষের। রোজগার না থাকায় মানুষ আজ বিপন্ন।

 এদিকে প্রায় ধারাবাহিক ভাবেই বেড়ে চলেছে পেট্রপণ্যের দাম।প্রতিবাদে ১০ দিন ব্যাপী দেশ জুড়ে পথে নেমেছে কংগ্রেস। এবার অভিনব প্রতিবাদ কংগ্রেসের।সারা দেশের মধ্যে মম্বইয়ে সবচেয়ে বেশি পেট্রল ডিজেলের দাম। সেই কারণে গরুর গাড়িতে করে প্রতিবাদে সামিল কংগ্রেসের সদস্যরা। তবে প্রতিবাদ সভার মাঝপথে বিপত্তি। প্রতিবাদ চলার সময় হঠাৎ করে ভেঙে যায় গরুর গাড়িটি। মুহূর্তে সভা পণ্ড হয়ে যায় এবং গোলমাল বাঁধে। সংবাদ সংস্থা এএনআই-এর পক্ষ থেকে শেয়ার করা হয়েছে গরুর গাড়ি ভেঙে পড়ার ভিডিয়ো।

সঙ্গত, শনিবারও পেট্রল ডিজেলের দাম বেড়েছে। মুম্বইয়ে এক লিটার পেট্রলের দাম ১০৬ টাকা ৯৩ পয়সা আর ডিজেলের দাম ৯৭ টাকা ৪৬ পয়সা। আবার চেন্নাইয়ে এক লিটার পেট্রলের দাম ১০১ টাকা ৬৭ পয়সা এবং ডিজেলের দাম ৯৪ টাকা ৩৯ পয়সা। কলকাতায় পেট্রলের দাম লিটারপ্রতি ১০১ টাকা ০১ পয়সা এবং লিটারপ্রতি ডিজেলের দাম ৯২ টাকা ২৭ পয়সা। রাজধানী দিল্লিতে লিটারপ্রতি পেট্রলের দাম ১০০ টাকা ৯১ পয়সা এবং ডিজেলের দাম হয়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা। বেঙ্গালুরুতে লিটারপ্রতি পেট্রলের দাম ১০৪ টাকা ২৯ পয়সা, ডিজেলের দাম ৯৫ টাকা ২৬ পয়সা।