ভাইরাল ভিডিও-তে প্রকাশ্যে মোদীর রাজ্যে করোনা চিকিৎসার বেহাল দশা

খবর এইসময়, নিউজ ডেস্কঃ ভারতে ক্রমশ করোনা পরিস্থিতি খারাপ হচ্ছে। আক্রান্ত এবং মৃতের সংখ্যা বেরেই চলেছে। অন্যদিকে, হাসপাতালে জায়গা হচ্ছে না। ফলে চিকিৎসার ক্ষেত্রেও সমস্যা দেখা দিচ্ছে। আর এই চিকিৎসা না পেয়েই সুরাটে মৃত্যু হল এক ব্যক্তির। আর মৃত্যুর আগে তাঁর তৈরি ভিডিও হল ভাইরাল।

সম্প্রতি সুরাট নগরপালিকার লালাওয়াদির হাসপাতালে ভর্তি ছিলেন এক করোনা আক্রান্ত রোগী৷ হাসপাতালে রোগীদের জন্য যথেষ্ট ব্যবস্থা-পরিষেবা কোনটাই নেই -এই অভিযোগ জানিয়েই ভিডিও শেয়ার করেছিলেন তিনি৷ আর নিমেষে সেই ভিডিও ভাইরাল হয়ে গেল।

অক্সিজেন মাস্ক পড়ে তিনি ভিডিওতে বলেছেন, ‘কেউ আসে না, কেউ আমায় জিজ্ঞাসা করে না৷ চিকিৎসক আসেন আর ওষুধ দিয়ে চলে যান, ঘুমে আচ্ছন্ন বোধ করছি বললে চিকিৎসকরা বলতেন ঘুমিয়ে পড়তে ৷ কেউ যদি কিছু না করে তাহলে আমি মারা যাব৷ ’

আর সত্যিই ওই ব্যক্তি মারা গিয়েছেন৷ তবে মারা যাওয়ার আগে দেশের চিকিৎসা ব্যবস্থা কেমন তার কিছুটা আন্দাজ দিয়ে গিয়েছেন।

জানা গিয়েছে, ৩৮ বছরের ওই ব্যক্তি সুরাটের পুনগাম এলাকার বাসিন্দা, নাম হরসুখ ভিকাভাই বাদহামাসি ৷ তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী ও দুই সন্তান৷ ১৭ তারিখ করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর হাসাপাতালে ভর্তি হন তিনি৷

হাসপাতালের ব্যবস্থায় মৃতের পরিবারও অত্যন্ত ক্ষুব্ধ ৷ তাঁদের দাবি, শুধুমাত্র অবহেলার জন্যেই তাঁদের পরিবারের সদস্য করোনার জেরে মারা গিয়েছেন৷ ভিডিও ভাইরাল হওয়ার পরেই  ঘটনার তদন্ত হচ্ছে ৷