Unruly Behaviour on Air India: মাঝ আকাশে হাতাহাতি! যাত্রাপথ স্থগিত রেখে বিমানের অবতরণ

খবর এইসময় ডেস্কঃ বিমান যাত্রা পথে ফের অপ্রীতিকর ঘটনা। এবার দুই বিমান কর্মীর উপর চড়াও হন এক যাত্রী। পরিস্থিতি বিগতিক দেখে মাঝ আকাশে ১৮০ডিগ্রী ঘুরে অবতরণ করল এয়ার ইন্ডিয়ার(Air India) এ আই ১১১ (AI 111) বিমান।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর সোমবার সকাল ৬:৩০ মিনিটে ২৫৬জন যাত্রী নিয়ে আকাশ পথে ডানা মেলেছিল বিমানটি। বিমানটির গন্তব্য ছিল দিল্লি ইন্দিরা গান্ধী আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে লন্ডনের হিথ্রো বিমান বন্দরে।

বিমান সংস্থার তরফ থেকে জানানো হয় ১০ই এপ্রিল দিল্লি – লন্ডনগামী বিমানটি নির্ধারিত সময় আকাশ পথে যাত্রা শুরু করে। মাঝ আকাশে থাকাকালীন এক যাত্রী শুরু করে অভব্য আচরণ । অভিযোগ ওঠে দুই বিমানকর্মীর গায়ে হাত তোলেন ওই যাত্রী। বাধে তুমুল হই হট্টগোল। বাধ্য হয়ে ৯টা ৪২মিনিটে চালক যাত্রাপথ স্থগিত রেখে দিল্লি বিমান বন্দরে ফিরিয়ে নিয়ে আসে বিমানটিকে।

দিল্লি এসে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । লিখিত এফ আই আর (FIR) এর ভিত্তিতে চলে জেরা।
ঘটনার জেরে অন্য যাত্রীদের প্রতি ক্ষমা চেয়ে নিয়েছে বিমান সংস্থাটি। পরবর্তী সময় লন্ডনের উদ্দেশ্য নিয়ে যাওয়া হয় যাত্রীদের।

প্রসঙ্গত গত মাসে দুবাই থেকে মুম্বাইগামী ইন্ডিগো বিমানে তুমুল মাতলামি শুরু করে দুই যাত্রী। যার জেরে অতিষ্ট হয়ে পড়ে সহ যাত্রীরা। এমনকি দুইজনকে সামাল দিতে রীতিমতো হেনস্থার শিকার হন বিমান কর্মীরা। পরবর্তী সময়ে ভারতীয় দণ্ডবিধির ৩৩৬সহ ২১, ২২,২৫ বিমান নিয়ম ভাঙার অপরাধে একাধিক মামলায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু হয়।

গত বছর ২৬ শে নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানে ঘটে অদ্ভুত কাণ্ড। নিউ ইয়র্ক থেকে দিল্লি ফেরার পথে ৭০ ঊর্ধ্ব এক বৃদ্ধার কম্বলে মূত্রত্যাগ করে শংকর মিশ্র নামে এক যাত্রী। ঘটনাটি রীতিমতো আলোড়নের সৃষ্টি করে। পরবর্তী সময় অভিযুক্তকে আটক ও ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৫০৯,৫১০, ২৩ ধারায় মামলা রুজু করে তদন্তে নামে দিল্লি পুলিশ

Google news