রাজ্যে বিধানসভায় সিরিয়াস বিষয় নিয়ে প্রশ্নোত্তর চলছিল (Naushad Siddique)। কারামন্ত্রী প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। সেই সময় হঠাৎ করে বিধানসভায় (Naushad Siddique) হাসির রোল উঠল। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির (Naushad Siddique) প্রশ্নে কার্যত উত্তর দিতে অস্বস্তিতে পড়ে যান কারামন্ত্রী। কী প্রশ্ন করেছিলেন নওশাদ সিদ্দিকি (Naushad Siddique)?
এদিন বিধানসভা অধিবেশনে নওশাদ সিদ্দিকি বলেন, “আমি অনেকদিন জেলে কাটিয়েছি। আমার সঙ্গে জেলবন্দিদের কথাও হয়। এটা আমার প্রশ্ন না। জেল বন্দিদের মনের কথা বলছি। সপ্তাহে একদিন আত্মীয়-স্বজনরা তাঁদের সঙ্গে দেখা করার সুযোগ পান। তাতে কিছুটা মানসিক শান্তি পান তাঁরা। কিন্তু যারা দীর্ঘদিন ধরে জেলে আছেন অথবা যাঁরা সদ্য-বিবাহিত তাদের মানসিক শান্তি হলেও শারীরিক শান্তি মিটছে না। সপ্তাহে দু’একদিন যদি…এই বিষয় কারা দফতর কি কিছু ভাবছে?”
নওশাদের এই মন্তব্য শুনে কার্যত থতোমতো খেয়ে যান কারামন্ত্রী। উত্তর দিতে ইসস্তত বোধ করেন। অন্যদিকে, বিধানসভা জুড়ে হাসির রোল ওঠে। যদিও পরে পরিস্থিতি সামাল দেন খোদ নওশাদ সিদ্দিকি। তিনি তাঁর প্রশ্নের নেপথ্যে যে কারণ রয়েছে, তা ব্যাখ্যা করেন। তিনি বলেন, পরে অবশ্য নওশাদ এই প্রশ্ন করার পিছনে কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, “জেলে এত মহিলা কয়েদিরা অন্তঃসত্তা হয়ে পড়ছেন সেই কারণেই আমার এটা বলা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। সরকারের ভেবে রাখা উচিত।”
অধিবেশনের শেষে দলমত নির্বিশেষে নওশাদকে মহিলা বিধায়করা ঘিরে ধরেন। সেখানেও হাসির রোল উঠতে থাকে। তবে অধিবেশন শেষে নওশাদ বলেন, “রাজ্য সরকার তো দাবি করে তারা অনেক দৃষ্টান্ত স্থাপন করেছেন। এটা করুন না…কারও স্বামী জেলে আছে, কারও স্ত্রী জেলে আছে। তাঁরা যখন সংশোধনাগারে দেখা করতে যান, সেই সময় যাতে একান্তে কিছুটা সময় কাটাতে পারেন সেই ব্যবস্থা করুক রাজ্য সরকার।”