Naxal Encounter: ছত্তিসগড়ের বনে গভীর রাতে ফের এনকাউন্টার, ১৪ নকশাল নিহত

ছত্তিশগড়ের গরিয়াবন্দ জেলায় গতকাল থেকে মাঝেমধ্যে সংঘর্ষ চলছে। পরে সন্ধ্যায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই শুরু হয়। এনকাউন্টারে (Naxal Encounter) অন্তত ১৪ জন নকশাল নিহত হয়েছে। ওড়িশা পুলিশের তরফে এই তথ্য জানানো হয়েছে। বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এলাকায় তল্লাশি অভিযান চলছে।

ওড়িশা, ছত্তিশগড় পুলিশ এবং সিআরপিএফ-এর জওয়ানরা ওড়িশার নুয়াপাড়া জেলা এবং ছত্তিশগড়ের গরিয়াবন্দ জেলার সীমান্তবর্তী এলাকায় যৌথ নকশাল অভিযান চালাচ্ছে। একই অভিযানের (Naxal Encounter) অংশ হিসেবে গতকাল বিকেলে গরিয়াবান্দের মৈনপুরের ভালুদিগি পাহাড়ে প্রথম সংঘর্ষ হয়। এনকাউন্টারে ২ নকশাল নিহত হয়েছেন। ছত্তিশগড়ের কোবরা ব্যাটালিয়ন এবং ওড়িশার বাহিনী যৌথভাবে এই সংঘর্ষ চালায়। জওয়ানরা তল্লাশি অভিযানে বের হওয়ার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সোমবার গভীর রাতে সংঘর্ষের (Naxal Encounter) বিষয়টি নিশ্চিত করে গারিয়াবন্দের পুলিশ সুপার নিখিল রাখেচা জানান, ছত্তিশগড়-ওড়িশা সীমান্তের মৈনপুর থানাধীন একটি জঙ্গলে নকশাল বিরোধী অভিযানের সময় গুলি বিনিময় হয়। এই অভিযানে ওড়িশার ডিআরজি, সিআরপিএফ, কোবরা এবং স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি) জড়িত ছিল। গুলি চালানো বন্ধ হওয়ার পর তল্লাশি অভিযানের সময় দুই মহিলা নকশালের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত জঙ্গিদের অস্ত্রও বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের শনাক্ত করা হচ্ছে। কোবরার জওয়ানকে গুলি করা হয়। তিনি রায়পুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।