শীতকাল মানেই মেলা আর উৎসবের সময়। ডিসেম্বর মাস পড়তেই উৎসব(Noapara Utsav) মুখোর হয়ে ওঠে বাংলা। রাজ্য জুড়ে প্রতিটি জেলার মহকুমা ও পৌর এলাকার মানুষজন উৎসবে মেতে ওঠেন। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে পুষ্প প্রদর্শনী, পিঠে পুলি উৎসব এবং পাখি প্রদর্শনীর পাশাপাশি গুণীজন সম্বর্ধনাও দেওয়া হয়।
পিছিয়ে পড়েনি নোয়াপাড়া উৎসবও (Noapara Utsav)। রবিবার ২২শে ডিসেম্বর সকালে ঢাকের তালে খুঁটি পূজার মধ্য দিয়ে তৃতীয় বর্ষের নোয়াপাড়া উৎসবের শুভ সূচনা হয় ।
নোয়াপাড়া কালচারাল ও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পদাধিকার এবং সদস্য ও সদস্যাদের উপস্থিতিতে ইছাপুর বাপুজী কলোনির মাঠে ৩য় বর্ষের “নোয়াপাড়া উৎসব” এর খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। পুজোর পর আজ থেকেই শুরু হয়ে গেল প্যান্ডেল বাধার কাজ।
নোয়াপাড়া উৎসবের কার্যকরী সভাপতি ধীমান দাস এবং নোয়াপাড়া উৎসবের সাধারণ সম্পাদক পার্থ সিনহা এই বছরের উৎসবে অনুষ্ঠান সূচি নিয়ে জানান… ভিডিওটি দেখুন দয়া করে