ফ্ল্যাট চেয়ে বৃদ্ধকে মারধর করার অভিযোগ আনা হয়েছে (Calcutta High Court)। এমনকী স্ট্রেচারে করেই বৃদ্ধকে থানায় যেতে বাধ্য করে পুলিশ (Calcutta High Court) । পুলিশের এই নির্মমতার অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন বৃদ্ধ। বৃদ্ধের আবেদনের ভিত্তিতে মামলা দায়ের করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বৃদ্ধ হাইকোর্টে মামলার (Calcutta High Court) আবেদনে জানিয়েছে, ফ্ল্যাট চেয়ে প্রথমে বৃদ্ধকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তারপর বৃদ্ধকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। বৃদ্ধ দম্পতিকে ফ্ল্যাট থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। বৃদ্ধ দম্পতি পুলিশে অভিযোগ করলে কোনও পদক্ষেপ করা হয়নি বলে তাঁরা অভিযোগ করেছেন। বরং মিটমাট করতে নিতে বলে বৃদ্ধ দম্পতির ওপর চাপ দেওয়া হয় পুলিশের তরফে। শুধু তাই নয়, বৃদ্ধ দম্পতিকে নোটিস পাঠানো হয়। ক্যানসারের চতুর্থ স্টেজে থাকার পরেও তাঁকে স্টেচারে করে থানায় যেতে বাধ্য করা হয় বলে আদালতে বৃদ্ধের তরফে জানানো হয়েছে।
লেক থানার মহারাজা টেগোর রোডে বৃদ্ধ দম্পতির ফ্ল্যাট রয়েছে বলে জানা গিয়েছে। গত মার্চ মাসে এক যুবক ফ্ল্যাটে ভাড়া এসেছিলেন। এক কামরার ফ্ল্যাটে ভাড়া এসেছিলেন। অক্টোবর মাসে ওই যুবক ভাড়া ছেড়ে চলে যান। তবে নভেম্বরে ফের ফ্ল্যাটটি ভাড়া নিতে চান যুবক। কিন্তু এবার দম্পতি রাজি হয়নি ফ্ল্যাটটি ভাড়া দিতে। সেই সময় যুবক ক্ষুব্ধ হয়ে ওঠেন। প্রথমে দম্পতিকে হুমকি ও মারধর করা হয়। শুধু তাই নয়, দম্পতিকে ঘর থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।
এরপরেই দম্পতি লেক থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। বৃদ্ধ দম্পতির দাবি, পুলিশ অভিযোগ পাওয়ার পরে যুবকের পক্ষে সওয়াল করে। যুবককে ১ লক্ষ ২০ হাজার টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে নিতে বলেছিলেন তদন্তকারী অফিসার। ওসিও বিষয়টি মিটমাট করার পরামর্শ দেন। কিন্তু কোনওভাবে বৃদ্ধ দম্পতি বিষয়টি মিটিয়ে নিতে চাননি।পাল্টা দম্পতিকে অভিযুক্ত হিসেবে বৃহস্পতিবার পুলিশের তরফে নোটিস পাঠানো হয়। গত বৃহস্পতিবারই থানায় ডাকা হয়।
বৃদ্ধ ক্যানসারে আক্রান্ত। দম্পতির তরফে পুলিশকে বাড়িতে আসার অনুরোধ করেছিলেন। কিন্তু পুলিশ এক্ষেত্রে কোনও মানবিকতা দেখায়নি। ফলে বাধ্য হয়ে অ্যাম্বুলেন্স এবং স্ট্রেচার জোগাড় করে ক্যানসার আক্রান্ত বৃদ্ধকে থানায় যেতে হয় রাতেই। তাঁরা থানায় গিয়ে অভিযুক্ত যুবক পুলিশ অফিসারের সঙ্গে চা খাচ্ছেন। যুবককে ১ লক্ষ ২০ হাজার টাকা না দিলে বৃদ্ধ দম্পতিকে হয়রানি করা হবে বলে পুলিশের তরফে হুমকি দেওয়া হয়।