প্যারিস অলিম্পিকে (Olympic Football) আর্জেন্টিনার শুরুটা ছিল নাটকীয়। মরক্কোর কাছে হারে আলবিসেলেস্তেদের পরের রাউন্ডে খেলা নিয়ে তৈরি হয়েছিল আশঙ্কা। তবে, পরের দুই ম্যাচে ইরাক ও ইউক্রেনকে উড়িয়ে ১৬ বছর পর অলিম্পিকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল জাভিয়ের মাসচেরানোর দল। এর ফল হল গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ফের মুখোমুখি হতে চলেছে। এবারের ময়দান প্যারিস অলিম্পিক। আবারও একটা জমজমাট লড়াইয়ের (Olympic Football) অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
এ’ গ্রুপে ফ্রান্স গ্রুপের সেরা হলেও ‘বি’ গ্রুপে আর্জেন্টিনা হয়েছে দ্বিতীয়। দুই দলের একটিকে তাই ছিটকে পড়তে হবে শেষ আট থেকে। কাতারে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ হাতছাড়া করা ফরাসিরা এবার প্রতিশোধ নিতে মুখিয়ে। ঘরের মাঠে খেলা হওয়ায় দর্শক সমর্থনের দিক দিয়ে বেশ এগিয়ে থাকবে ফ্রান্স।
এবারের আসরে দারুণ ছন্দে রয়েছে ফ্রান্স। প্রথম ম্যাচে তারা হারিয়েছিল যুক্তরাষ্ট্রকে। পরের ম্যাচে জিতেছিল গিনির বিরুদ্ধে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে (Olympic Football) নিউজিল্যান্ডের সঙ্গে দাপুটে ফুটবল খেলে ম্যাচ জিতে নেয় ৩-০ গোলে। যার ফলে কোনও সমীকরণ ছাড়াই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আট নিশ্চিত করে ফ্রান্স।
গতকাল মঙ্গলবার লিওঁর গ্রুপামা স্টেডিয়ামে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে গোল করেন থিয়াগো আলমাদা ও ক্লদিও এচেভেরি। এই ম্যাচটি জিতে ২০০৮ সালের বেইজিং অলিম্পিকের (Olympic Football) পর ফের নকআউটে আর্জেন্টিনা। পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মরক্কো।
বাকি কোয়ার্টার ফাইনালগুলোতে (Olympic Football) লড়বে যুক্তরাষ্ট্র-মরক্কো, জাপান-স্পেন ও মিশর প্যারাগুয়ে। আগামী শুক্রবার শুরু হবে দলগুলোর কোয়ার্টার ফাইনালের লড়াই। এরপর দুটি সেমিফাইনাল হবে আগামী সোমবার। ৮ আগস্ট হবে ব্রোঞ্জ পদকের ম্যাচ। আর সোনার লড়াইটি হবে প্যারিসে ৯ অগাস্ট।