প্যারিস অলিম্পিকে (Olympic Swimming) লিওঁ মারশাঁর দাপট চলছেই। আগেই তিনটি সোনা জিতে ফেলেছিলেন এই ফরাসি সাঁতারু। গতকাল জিতলেন চতুর্থটিও। ছেলেদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলিতে ১ মিনিট ৫৪.০৬ সেকেন্ডে সাঁতার (Olympic Swimming) শেষ করে নতুন অলিম্পিক রেকর্ড গড়েছেন। অলিম্পিকে এত দিন এই ইভেন্টের রেকর্ডটি ছিল মার্কিন সাঁতারু মাইকেল ফেলপসের দখলে, ১ মিনিট ৫৪.২৩ সেকেন্ড (২০০৮ বেইজিং অলিম্পিকে)।
মারশাঁ শুধু অলিম্পিক রেকর্ডই ভাঙেননি, বিশ্ব রেকর্ড গড়ার কাছাকাছিও চলে গিয়েছিলেন। ছেলেদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলির (Olympic Swimming) বিশ্ব রেকর্ডটি যুক্তরাষ্ট্রের রায়ান লোচটের। ২০১১ সাল থেকে টিকে থাকা ১ মিনিট ৫৪ সেকেন্ডের রেকর্ডটি মাত্র ০.০৬ সেকেন্ডের জন্য ছুঁতে পারেননি মারশাঁ।
এই ইভেন্টে ১:৫৫.৩১ সেকেন্ড সময় নিয়ে রুপো জিতেছেন গ্রেট ব্রিটেনের ডানকান স্কট। আর চিনের ওয়াং শান ব্রোঞ্জ জিতেছেন ১ মিনিট ৫৬ সেকেন্ড সময় নিয়ে।