নিজস্ব প্রতিনিধি,নিউটাউনঃ করোনাকালে নতুন বছরের সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বিনোদনমূলক পার্কে ভিড় জমিয়েছেন ভ্রমন পিপাসু মানুষ। করোনা আবহের মধ্যে বছরের প্রথম দিনের সকালে উৎসব মুখর মানুষের ঢল নেমেছে নিউটাউনের ইকোপার্কে।
যত বেলা গড়িয়েছে ততই ভিড় বেড়েছে। বেলা গড়িয়ে সন্ধ্যা নামার আগে ইকোপার্কে যেন উপচে পড়া ভিড়। এখন ছুটির দিনে ঘুরতে যাওয়ার বড় ঠিকানা ইকোপার্ক। আর বিশেষ ছুটির দিন মানেই সকলের ঘোড়ার প্রিয় ঠিকানা ইকোপার্ক। ছোট শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের দেখা মিলছে ইকোপার্কে।
বিগত বছরের থেকে এবার পরিবেশ পরিস্থিতি অনেকটাই অন্যরকম। মহামারী করোনা ভাইরাসের আতঙ্ক নিয়ে জর্জরিত গোটা পৃথিবী। তারই মধ্যে ইকোপার্কে মানুষের আনাগোনা শুরু হয়েছে।যত দিন গড়াচ্ছে তত মানুষের আনাগোনা বাড়ছে। তবে বেশির ভাগ মানুষকেই দেখা গেল সরকারি স্বাস্থ্যবিধিকে মান্যতা দেওয়ার বালাই নেই।পার্কের গেট দিয়ে ঢোকার সময় বারবার সতর্ক করে দেওয়ার পরও সামাজিক দূরত্ব দূরঅস্ত , মুখে মাস্কটুকু পর্যন্ত পড়তে দেখা গেল না বিবেকহীন মানুষদের।
তবে, শুধু ইকোপার্ক নয় নিউটাউনের ইকো আরবান ভিলেজ, ওয়াক্স মিউজিয়াম, ঝুলন্ত রেস্টুরেন্ট, নজরুল তীর্থ, রবীন্দ্র তীর্থেও মানুষের ভিড় লক্ষ করা যাচ্ছে। বড়দিনে প্রায় ৫৬ হাজার মানুষ এসেছিল ইকোপার্ক ঘুরতে। গতকাল বছর শেষেও রেকর্ড সংখ্যক মানুষের ভিড় লক্ষ করা যায়। আজ সেই রেকর্ড ভাঙে কিনা সেটাই দেখার।