পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদীদের আস্তানা লক্ষ্য করে সশস্ত্র বাহিনীর হামলার (Operation Sindoor) তথ্য জানাতে আজ (বৃহস্পতিবার) সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার।
সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ‘এক্স’-এ প্রস্তাবিত বৈঠক সম্পর্কে পোস্ট করেছেন। তিনি বলেন, “সরকার ৮ মে, ২০২৫ তারিখে সকাল ১১ টায় নয়াদিল্লির সংসদ কমপ্লেক্সের সংসদ গ্রন্থাগার ভবনে সকল দলের নেতাদের একটি বৈঠক ডাকা হয়েছে।” বুধবার সরকার জানিয়েছে যে ভারতীয় সেনাবাহিনী পহেলগাঁও হামলার প্রতিশোধ (Operation Sindoor) নিতে এবং পাকিস্তানে সন্ত্রাসবাদীদের আস্তানা ধ্বংস করতে সীমিত আক্রমণ চালিয়েছে।
‘অপারেশন সিঁদুরের’-এর (Operation Sindoor) অধীনে, ভারতীয় সেনাবাহিনী মুরিদকেতে লস্কর-ই-তৈয়বার (এলইটি) মারকাজ তাইয়বা, বাহাওয়ালপুরে জৈশ-ই-মোহাম্মদের (জেইএম) মারকাজ সুবহানআল্লাহ এবং শিয়ালকোটে হিজবুল মুজাহিদিনের মাহমুনা জোয়া স্থাপনা এবং বার্নালার মারকাজ আহলে হাদিসে লস্করের ঘাঁটি এবং মুজাফফরাবাদের শাওয়াই নালায় এর ক্যাম্প লক্ষ্য করে হামলা চালায়।