Homeখেলার খবরPAK Vs USA: যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে লজ্জার হার, কী ব্যাখ্যা দিলেন...

PAK Vs USA: যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে লজ্জার হার, কী ব্যাখ্যা দিলেন বাবর আজম

Published on

পাকিস্তান ক্রিকেটের জন্য আরও একটা লজ্জাজনক দিন। বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরে বসল পাকিস্তান (PAK Vs USA)। ম্যাচ শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাই চোয়াল শক্ত করে আসতে হয়েছে বাবর আজমকে। মাঠে কিছুক্ষণ আগেই যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে পাকিস্তান। কাগজে-কলমে সেটি হার হলেও আসলে কী শুধুই হার? সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে, পাকিস্তান ক্রিকেটে এটাই সবচেয়ে দুঃখের দিন কি না! কেউ কেউ লজ্জার ব্যাপারটাও টেনে আনছেন। বাবরের চোখমুখ দেখেই বোঝা যাচ্ছিল ব্যাপারটা তিনিও এড়াতে পারছেন না। অবিশ্বাস্য এক হারের লজ্জা না হোক মাটিতে মিশে যাওয়া মতো অনুভূতিই হয়তো তাঁর হচ্ছিল।

জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র—বলা যায়, কোনো দল যে বাদ থাকছে না! শক্তিতে যোজন যোজন পিছিয়ে থাকা এমন সব দলের কাছে হেরেছে বাবরের পাকিস্তান। যুক্তরাষ্ট্রের কাছে ‘ডালাস বিপর্যয়’ তার-ই সাম্প্রতিকতম উদাহরণ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাবরের কথা শুনলে অবশ্য মনে হবে এই বিপর্যয়ের পেছনে তিনি দুষেছেন বোলারদের ব্যর্থতাকে। পাকিস্তান অধিনায়কের মতে, ম্যাচটা সুপার ওভারে যায় না। ৭ উইকেটে ১৫৯ রানের পুঁজি। পাকিস্তানের শক্তিশালী বোলিং লাইনআপের কথা ধরলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবশ্যই জেতার মতো স্কোর।

বাবর বলেছেন, ‘দ্বিতীয় ইনিংসেও আমরা সাহায্য পেয়েছি। কিন্তু বোলিংয়ের দৃষ্টিকোণ থেকে আমরা মানসম্পন্ন ছিলাম না। প্রথম ১০ ওভারে এটার ঘাটতি ছিল। আমরা তারপর ফিরে এলেও ওরা তার আগেই মোমেন্টাম পেয়েছে। তবে আমাদের বোলিং বিচারে (রানের) পুঁজিটা ডিফেন্ড করা উচিত ছিল। এই পিচে আমাদের বোলিং বিচারে এটা ডিফেন্ড করার মতোই পুঁজি ছিল।’

ম্যাচটা সুপার ওভারে নিয়ে জয় তুলে নেওয়ায় যুক্তরাষ্ট্রকেই অভিবাদন জানিয়েছেন বাবর, ‘বোলিংয়ে আমরা এর চেয়ে ভালো। প্রথম ৬ ওভারে আমরা উইকেট নিতে পারিনি। মাঝের ওভারগুলোয় স্পিনারেরা উইকেট নিতে না পারলে চাপে পড়তেই হবে। ১০ ওভার পর আমরা ম্যাচে ফিরলেও সুপার ওভারে ওরা ম্যাচটা যেভাবে শেষ করেছে তাতে কৃতিত্বটা যুক্তরাষ্ট্রেরই।’

সুপার ওভারে ১৮ রান দিয়েছেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার মহম্মদ আমির। তিনটি ওয়াইডসহ ৭টি ‘এক্সট্রা’ও ছিল। যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান অ্যারন জোন্স ও হারমিত সিং ওয়াইডেও দৌড়েছেন। তাড়া করতে নেমে ১৩ রান তুলতে পেরেছে পাকিস্তান। আমিরের প্রসঙ্গে কথা বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রশংসাই করলেন বাবর, ‘সে অভিজ্ঞ বোলার। সে জানে কীভাবে বোলিং করতে হয় এবং আমরা সে অনুযায়ীই ফিল্ডিং সাজিয়েছিলাম। কিন্তু আমার মনে হয় যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যানেরা বেশ স্মার্ট। বল উইকেটকিপারের হাতে থাকতেও তারা দৌড়েছে (রানের জন্য)। সুপার ওভারে এটা তাদের জন্য প্লাস পয়েন্ট ছিল।’

এরপরেই আসল প্রশ্নটি হলো। যুক্তরাষ্ট্র আইসিসির সহযোগী সদস্য। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাক্তন চ্যাম্পিয়ন পাকিস্তানের সঙ্গে তাদের তুলনাই চলে না। বাবরের পাকিস্তান কি তাহলে যুক্তরাষ্ট্রকে একটু হালকাভাবেই নিয়েছিল? উত্তরটি পাকিস্তান অধিনায়কের মুখেই শুনুন, ‘যেকোনো টুর্নামেন্টেই সেরা প্রস্তুতি নিয়ে আসতে হয়। এটা আসলে মানসিকতার ব্যাপার। (যুক্তরাষ্ট্রের মতো) এমন দলের বিপক্ষে একটু শিথিলতা থাকেই। তবে নিজেদের পরিকল্পনাটা কাজে লাগাতে না পারলে সেটা যে দলই হোক ভোগাবেই। তাই আমার মতে, পরিকল্পনাগুলো কাজে লাগানোর ব্যাপারে আমরা ভালো ছিলাম না। প্রস্তুতিতে আমরা ভালো করেছি। কিন্তু ম্যাচে দল হিসেবে পরিকল্পনা কাজে লাগাতে পারিনি।’

Latest News

Arpita Mukherjee: মায়ের মৃত্যু! নিয়োগ কাণ্ডে অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের পাঁচ দিনের প্যারলে মু্ক্তি

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) মা।...

TMC MLA: বার ডান্সারকে ফ্লায়িং কিস তৃণমূলের মুখ্য সচেতকের! ভাইরাল ভিডিও

ফের বিতর্কের শিরোনামে তৃণমূল (TMC MLA)। এবার বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক...

Mamata Banerjee: টাকা খাওয়ার আগে রাজনৈতিক নেতারা ১০ বার ভাবে, পুলিশ নয়! বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

আলুর দাম বৃদ্ধি নিয়ে প্রকাশ্যে নিজের ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

Mamata Banerjee: নীচু তলার কর্মীরা কাজের প্রতি আন্তরিক নয়! পুলিশে অনাস্থা খোদ মুখ্যমন্ত্রী

আরজি কর কাণ্ডের পর থেকে বার বার পুলিশের ওপর সাধারণ মানুষের অনাস্থা প্রকাশ পেয়েছে...

More like this

Arpita Mukherjee: মায়ের মৃত্যু! নিয়োগ কাণ্ডে অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের পাঁচ দিনের প্যারলে মু্ক্তি

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) মা।...

TMC MLA: বার ডান্সারকে ফ্লায়িং কিস তৃণমূলের মুখ্য সচেতকের! ভাইরাল ভিডিও

ফের বিতর্কের শিরোনামে তৃণমূল (TMC MLA)। এবার বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক...

Mamata Banerjee: টাকা খাওয়ার আগে রাজনৈতিক নেতারা ১০ বার ভাবে, পুলিশ নয়! বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

আলুর দাম বৃদ্ধি নিয়ে প্রকাশ্যে নিজের ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...