কিছুদিন বাদেই অস্ট্রেলিয়া সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু তার আগেই পদত্যাগ করেছেন দলের কোচ (Pakistan Cricket Coach) গ্যারি কারস্টেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার সাদা বলের ক্রিকেটে পাকিস্তান দলের দায়িত্বে ছিলেন। তার জায়গায় ঐ সফরে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন লাল বলের কোচ জেসন গিলেসপি। এক বিবৃতিতে পিসিবি, কারস্টেনের পদত্যাগ পত্র গৃহীত হয়েছে বলে নিশ্চিত করেছে। সেই সঙ্গে অস্ট্রেলিয়া সফরের কোচ হিসেবে জেসন গিলেসপিকে ঠিক করার বিষয়টি জানানো হয়েছে।
এর আগে, গিলেসপি ও কারস্টেনকে একই সঙ্গে দুটি ভিন্ন ফরম্যাটের ক্রিকেটে কোচ (Pakistan Cricket Coach) হিসেবে নিযুক্ত করেছিল পিসিবি। তবে সাম্প্রতিক সময়ে দল নির্বাচনে কোচের ভূমিকা তুলে নেওয়ায় পিসিবির সঙ্গে দ্বন্দ্বে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন কারস্টেন। তার জায়গাতেই এবার দলের দায়িত্বে জেসন গিলেসপি।
আগামী ৪ নভেম্বর মেলবোর্নে শুরু হতে যাওয়া তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য জেসন গিলেসপিকে নিয়োগ করা হল। গিলেসপিকে (Pakistan Cricket Coach) বেছে নেওয়ার পেছনে কাজ করেছে; সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে টেস্টে ইংল্যান্ডকে সিরিজ হারানো।
তাছাড়া এই সফরটি আগামী বছর পাকিস্তানের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেখানে সাফল্য পেলে দীর্ঘ মেয়াদে সাদা বলেও জেসন গিলেসপিকে (Pakistan Cricket Coach) বেছে নিতে পারে পিসিবি।