22 C
New York
Monday, January 20, 2025
Homeরাজ্যের খবরTMC: লোভ দেখানো হয়েছিল... তৃণমূলে যোগ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বিজেপিতে ফিরলেন...

TMC: লোভ দেখানো হয়েছিল… তৃণমূলে যোগ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বিজেপিতে ফিরলেন পঞ্চায়েত সদস্যা

Published on

- Ad1-
- Ad2 -

জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই রাজনৈতিক নাটকের সৃষ্টি (TMC)। বিজেপির পঞ্চায়েত সদস্যাকে তৃণমূলে (TMC) যোগদান করিয়ে সাফল্যের উদযাপন করেছিল তৃণমূল (TMC)। তবে কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টে যায় সেই পরিস্থিতি (TMC)। সংশ্লিষ্ট পঞ্চায়েত সদস্যা জানিয়ে দেন, তিনি বিজেপিতেই রয়েছেন (TMC)।

শনিবার জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে আসেন কেন্দ্রীয় উপভোক্তা দফতরের প্রতিমন্ত্রী বনোয়ারী লাল ভার্মা। কুকুরজান ডাকুয়াপাড়ায় ‘সংবিধান গৌরব অভিযান’-এ অংশগ্রহণের পর সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। অনুপ্রবেশ রোধে রাজ্য সরকারের বিএসএফ-কে সতর্ক করা উচিত বলে মন্তব্য করেন মন্ত্রী।

কেন্দ্রীয় মন্ত্রীর সফরের সময়ই রাজগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস দেবী চৌধুরানি সভাকক্ষে দীক্ষা কর্মসূচির আয়োজন করে। সেখানে তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের উপস্থিতিতে পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া বুথের বিজেপি পঞ্চায়েত সদস্যা কল্পনা বর্মন তৃণমূলে যোগ দেন। বিজেপির পঞ্চায়েত সদস্যাকে দলবদল করিয়ে তাৎক্ষণিকভাবে উৎসবের মেজাজে মেতে ওঠে তৃণমূল।

কিন্তু সেই সাফল্য দীর্ঘস্থায়ী হয়নি। কেন্দ্রীয় মন্ত্রীর সফর শেষে বিজেপির জেলা কমিটির সদস্য দেবাশিস দে কল্পনাদেবীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর একটি যৌথ সাংবাদিক বৈঠকে কল্পনাদেবী অভিযোগ করেন, তাঁকে কাজের লোভ দেখিয়ে তৃণমূলের কর্মসূচিতে নিয়ে গিয়ে জোর করে দলে যোগদান করানো হয়েছে। তিনি বিজেপিতেই রয়েছেন বলে স্পষ্ট জানান।

তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তৃণমূল নেতাদের দাবি, কল্পনাদেবী নিজে থেকেই দলবদলের ইচ্ছা প্রকাশ করে তাঁদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। লিখিত আবেদনের ভিত্তিতে তাঁকে তৃণমূলে যোগদান করানো হয়। লোভ দেখানোর অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন তৃণমূল নেতারা। স্থানীয় তৃণমূল নেতারা জানিয়েছেন, ওই নেত্রীকে কোনও ধরনের লোভ দেখানো হয়নি। এখন তিনি তৃণমূলের ওপর দোষ চাপাতে চাইছে।

কেন্দ্রীয় মন্ত্রীর সফর ও এই রাজনৈতিক পালাবদল ঘিরে রাজগঞ্জ ব্লকে উত্তেজনা অব্যাহত। দু’দলেরই দাবি পাল্টা দাবিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

Latest articles

Sanjay Roy: জোর করে স্বীকারোক্তি নেওয়া হয়েছে, করা হয়নি কোনও মেডিক্যাল! আদালতে কান্নায় ভেঙে পড়লেন সঞ্জয়

অভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডে সাজা ঘোষণার আগের মুহূর্তে কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ল দোষী...

Saline: ফের স্যালাইনে ছত্রাকের অভিযোগ! নজরে ন্যাশানাল মেডিক্যাল কলেজ

মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন (Saline) কাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার একই বিতর্ক ঘিরে...

Bhangar: জুয়ার ঠেকে হানা দিতেই পুলিশের ওপর আক্রমণ! আটক দুই তৃণমূল কর্মী

রবিবার রাতে ফের উত্তপ্ত হল ভাঙড় (Bhangar)। জুয়ার আসরে হানা দিতে গিয়ে পুলিশের উপর...

Fake Passport: ভুয়ো পাসপোর্ট কাণ্ডে নতুন মোড়! গ্রেফতার বিজেপি নেতা

ভুয়ো পাসপোর্ট কাণ্ডে (Fake Passport) বড়সড় চাঞ্চল্য। এবার বারাসাত থেকে গ্রেফতার হলেন (Fake Passport)...

More like this

Sanjay Roy: জোর করে স্বীকারোক্তি নেওয়া হয়েছে, করা হয়নি কোনও মেডিক্যাল! আদালতে কান্নায় ভেঙে পড়লেন সঞ্জয়

অভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডে সাজা ঘোষণার আগের মুহূর্তে কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ল দোষী...

Saline: ফের স্যালাইনে ছত্রাকের অভিযোগ! নজরে ন্যাশানাল মেডিক্যাল কলেজ

মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন (Saline) কাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার একই বিতর্ক ঘিরে...

Bhangar: জুয়ার ঠেকে হানা দিতেই পুলিশের ওপর আক্রমণ! আটক দুই তৃণমূল কর্মী

রবিবার রাতে ফের উত্তপ্ত হল ভাঙড় (Bhangar)। জুয়ার আসরে হানা দিতে গিয়ে পুলিশের উপর...