এবার জামিনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে গেলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee)। ইতিমধ্যে অনুব্রত মণ্ডল জামিন পেয়ে গেছেন। জামিন পেয়েছেন একাধিক হেভিওয়েট নেতা (Partha Chaterjee)। যেমন অরবিন্দ কেজরিওয়াল, মনীশ সিসোদিয়া। প্রতি ক্ষেত্রে জামিনের সময় অভিযোগ করা হয়েছে, তদন্ত দীর্ঘায়িত। কতদিন তাঁরা জেলে থাকবেন। এবার সেই কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee)। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইঞার বেঞ্চ সব পক্ষকে নোটিস ইস্যু করেছে। পরবর্তী ক্ষেত্রে এই জামিনের আবেদনের শুনানি হবে(Partha Chaterjee)।
তবে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chaterjee) মামলাটি অন্য সব মামলা থেকে আলাদা। অন্যদের বিরুদ্ধে যা যা তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chaterjee) ক্ষেত্রে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এই বিষয়টিকে হাতিয়ার করেই সুপ্রিম কোর্টে সওয়াল করবে কেন্দ্রীয় সংস্থা বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে অভিযান চালায় ইডি। টালিগঞ্জে পার্থ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অর্পিতার বাড়ি থেকে ও বেলঘরিয়ার থেকে কোটি কোটি টাকা উদ্ধার করে। টালিগঞ্জের ‘ডায়মন্ড সিটি’ আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। অন্যদিকে, বেলঘরিয়ার ‘ক্লাব টাউন হাইট্স’ আবাসনে অর্পিতার নামে থাকা দু’টি ফ্ল্যাটে অভিযান চালিয়ে সেখান থেকে মোট ২৭ কোটি ৯০ লক্ষ টাকা নগদ উদ্ধার করে ইডি। দীর্ঘ তল্লাশির পর অর্পিতা ও পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেফতার করে।
পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতি প্রকাশ পাওয়ার পরেই রাগে ক্ষোভে ফেটে পড়তে থাকে সাধারণ মানুষ। নিয়োগ দুর্নীতি মামলায় সাধারণ মানুষ ও চাকরিপ্রার্থীরা বার বার অভিযোগ করতে থাকেন। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের পর অভিযোগ যেন মান্যতা পেতে থাকে। শিক্ষা দুর্নীতির পর রাজ্যে রেশন দুর্নীতি প্রকাশ্যে আসে। বর্তমানে স্বাস্থ্য দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য।