নিয়োগ দুর্নীতি মামলায় বছর দুয়েক আগে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chaterjee) গ্রেফতার করেছিল ইডি। এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chaterjee) গ্রেফতার করে। শ্যোন অ্যারেস্ট করা হল তাঁকে (Partha Chaterjee) । নিয়োগ দুর্নীতি মামলায় প্রোমোটার অয়ন শীলকে গ্রেফতার করেছিল ইডি। তাঁকেও শ্যোন আরেস্ট করা হয় বলে জানা গিয়েছে। অন্যদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee) । কিন্তু সেই আবেদনে বিশেষ লাভ হবে না বলেই মনে করা হচ্ছে।
এদিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী শ্যামল ঘোষ বলেন, আমার মক্কেল অসুস্থ। দয়া করে পরশু শুনানি করা হোক।” এরপরেই সিবিআইয়ের তরফে উত্তর দেওয়া হয় আমরা তাঁকে শ্যোন অ্যারেস্ট করতে চাই। এই মামলায় শুনানিতে পার্থ চট্টোপাধ্যায় ভার্চুয়ালি উপস্থিত থাকতে চেয়েছিলেন। সেই সময় আদালত পার্থ চট্টোপাধ্যায়কে বলেন, আপনার বিরুদ্ধে সিবিআই তদন্তে কিছু মেটেরিয়াল পেয়েছে। প্রতারণা, দুর্নীতি দমন আইনে এই মামলাটি চলছে। তাই গ্রেফতার দেখাতে চাইছে। যেহেতু সিবিআই আপনাকে নিজেদের হেফাজতে নিতে চায়নি, তাই গ্রেফতার দেখাতে কোনও অসুবিধা নেই। এরপরেই সিবিআই পার্থ চট্টোপাধ্যায়কে শ্যোন অ্যারেস্ট করে।
অন্যদিকে, এদিনই জামিনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে যান পার্থ চট্টোপাধ্যায়। ইতিমধ্যে অনুব্রত মণ্ডল জামিন পেয়ে গেছেন। জামিন পেয়েছেন একাধিক হেভিওয়েট নেতা। যেমন অরবিন্দ কেজরিওয়াল, মনীশ সিসোদিয়া। প্রতি ক্ষেত্রে জামিনের সময় অভিযোগ করা হয়েছে, তদন্ত দীর্ঘায়িত। কতদিন তাঁরা জেলে থাকবেন। এবার সেই কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করলেন পার্থ চট্টোপাধ্যায়। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইঞার বেঞ্চ সব পক্ষকে নোটিস ইস্যু করেছে। পরবর্তী ক্ষেত্রে এই জামিনের আবেদনের শুনানি হবে।
তবে পার্থ চট্টোপাধ্যায়ের মামলাটি অন্য সব মামলা থেকে আলাদা। অন্যদের বিরুদ্ধে যা যা তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এই বিষয়টিকে হাতিয়ার করেই সুপ্রিম কোর্টে সওয়াল করবে কেন্দ্রীয় সংস্থা বলে মনে করা হচ্ছে।