Pradip Sarkar Passes Away: নিভল ‘পরিণীতা’-র পরিচালক ‘প্রদীপ’- এর আলো,শোকের ছায়া বলিউডে

বিনোদন ডেস্ক: প্রয়াত পরিচালত প্রদীপ সরকার (Pradip Sarkar)। ৬৭ বছরে জীবনাবসান চলচ্চিত্র নির্মাতার। জানা গিয়েছে,২৪ মার্চ ভোররাত ৩ টে নাগাদ হঠাৎই পরিচালকের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শরীরে পটাশিয়ামের মাত্রা কমে গিয়েছিল তাঁর। ৩:৩০ এর দিকে মৃত্যু হয়েছে প্রদীপ সরকারের।

 

২০০৫ সালে পরিণীতা ছবি দিয়ে পরিচালনায় আসেন প্রদীপ সরকার। এরপর লাগা চুনরি মে দাগ (Laga Chunari Me Daag), মারদানি (Mardaani), হেলিকপ্টার ইলা (Helicopter Eela) প্রমুখ জনপ্রিয় ছবির পরিচালনা করেছেন তিনি।

শুক্রবার সকালে হনসল মেহতা টুইটারে পরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন । প্রদীপ সরকারের ছবি পোস্ট করে তিনি লেখেন,”প্রদীপ সরকার, দাদা, আপনার আত্মার শান্তি হোক ।”