মুম্বই: ক্যাডিয়াক অ্যারেস্টের (Cardiac arrest) কারণে মৃত্যু (dies) হল ভারতের প্রথম ‘টক শো’ (India’s first talk show) “ফুল খিলে হ্যায় গুলশন গুলশন” (Phool Khile Hain Gulshan Gulshan)-এর সঞ্চালক (Host) অভিনেত্রী (Actress) তবসুম গোভিলের (Tabassum Govil)। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, শারীরিক অসুস্থতাজনিত কারণে বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন ওই বলিউড অভিনেত্রী। গতকাল অর্থাৎ শুক্রবার ক্যাডিয়াক অ্যারেস্টের কারণে চিকিৎসা চলাকালীনই তাঁর মৃত্যু হয়। এই খবর পাওয়ার পরেই শোকগ্রস্ত হয়ে পড়েছেন তাঁর গুণমুগ্ধ ভক্তরা।
রেডিওর অন্যতম জনপ্রিয় কণ্ঠের অধিকারী তাবাসুম গত শতাব্দীর চারের দশকে শিশুশিল্পী হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। সেই সময় ‘বেবি তাবাসুম’ নামেই পরিচিত ছিলেন তিনি। বড় হওয়ার পর সিনেমার পাশাপাশি রেডিও ও পরবর্তী সময়ে দূরদর্শনের বিভিন্ন শোয়ে সঞ্চালক হিসেবেও জনপ্রিয় হয়ে ওঠেন তাবাসুম।
তাঁর ভাল নাম ছিল কিরণবালা সচদেব। ১৯৪৪ সালে বোম্বে (আজকের মুম্বই) শহরে জন্ম। মাত্র তিন বছর বয়সেই রুপোলি পর্দায় অভিনয়। তখনই নাম রাখা হয় ‘বেবি তাবাসুম’। শৈশবে নার্গিস ও মীনা কুমারীর চরিত্রগুলির ছোটবেলার মুখ থেকে দেশের প্রথম টক শো ‘ফুল খিলে হ্যায় গুলশন গুলশন’-এর সঞ্চালনা- শিল্পী তাবাসুমের যাত্রাপথ রীতিমতো দীর্ঘ।
বয়স বাড়লেও কাজের প্রতি ভালবাসা ছিল একই রকম। ২০০৬ সালে ‘পেয়ার কে দো নাম: এক রাধা, এক শ্যাম’ মেগা সিরিয়ালে অভিনয় করার সুবাদে দূরদর্শনের পর্দায় প্রত্যাবর্তন করেন তিনি। এমনকী, ইউটিউবেও ‘তাবাসুম টকিজ’ নামের একটি শো করতে দেখা গিয়েছে তাঁকে। অর্থাৎ রেডিও, সিনেমা, টেলিভিশন হয়ে ডিজিটাল মাধ্যমেও নিজের দক্ষতার পরিচয় দিয়ে গিয়েছেন তাবাসুম।
তাবাসুমের সঙ্গে বিয়ে হয়েছিল বিজয় গোভিলের। বিজয় পর্দার ‘রাম’ অরুণ গোভিলের দাদা। শুক্রবার সন্ধ্যায় নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন শিল্পী। শনিবার তাঁর পরিবারের সদস্যরা এই প্রয়াণ সংবাদ সকলকে জানিয়েছেন। তাবাসুমের দুই নাতনি করিশমা গোভিল ও খুশি গোভিল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শিল্পীর পুরনো ছবি। আগামী ২১ নভেম্বর মুম্বইয়ের সান্তাক্রুজে (Santacruz) তাঁর স্মরণসভার আয়োজন করা হয়েছে।