নিউজ ডেস্ক: জরুরি ভিত্তিতে ভারতে কোভিড টিকা ব্যবহারের আবেদনপত্র তুলে নিল মার্কিন সংস্থা ফাইজার। মাসদুয়েক আগে ওই আবেদন জানিয়েছিল তারা। এ সপ্তাহের গোড়ায় ভারতের ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বৈঠকে বসে ফাইজার। সেখানে তারা আবেদনে যে তথ্য দিয়েছে, তার তুলনায় বেশি তথ্য চায় ভারত। সে কারণেই আবেদন প্রত্যাহার।
ফাইজারের এক মুখপাত্র বলেন, ‘গত ৩ ফেব্রুয়ারি ড্রাগ রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে কোভিড ১৯ এর জরুরি ব্যবহার নিয়ে আলোচনা চলে। রেগুলেটর যে অতিরিক্ত তথ্য চেয়েছে, তার ভিত্তিতেই জরুরি প্রয়োগের আবেদন প্রত্যাহার করা হলো।’ অদূর ভবিষ্যতে অতিরিক্ত তথ্য জানিয়ে ফের আবেদন করা হবে বলেও জানিয়েছে ফাইজার।
জার্মান বায়োটেক সংস্থা বায়োএনটেক-এর সঙ্গে যৌথ ভাবে এমআরএনএ কোভিড-১৯ টিকা প্রস্তুত করেছে ফাইজার। তাদের কাছে ভারত অতিরিক্ত কী তথ্য চেয়েছে, সেটা জানা সম্ভব হয়নি।
ইংল্যান্ডে আগেই ইমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল পেয়েছে ফাইজার। তারপরে তারা ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের ছাড়পত্রের জন্য আবেদন জানায় ডিসেম্বরের গোড়ায়।
তবে ভারতে লোকাল ট্রায়াল করা হয়নি যেহেতু অন্য একটি দেশে ইতিমধ্যেই তা ব্যবহারের অনুমোদন মিলেছে। এ দিকে, শুক্রবার গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২,৪০৮ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। মারা গিয়েছেন ১২০ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত ১ কোটি ৮ লক্ষ ২ হাজার ৫৯১ জন। সেরে উঠেছেন ৯৭.১৬ শতাংশ। আইসিএমআর-এর সাম্প্রতিক সেরো সার্ভেতে দেখা গিয়েছে, দশের বেশি বয়সি ২১ শতাংশ মানুষ কোভিডে আক্রান্ত হয়েছে।