খবর এইসময়ঃ করোনাভাইরাস পরিস্থিতিতে বেশ কয়েকটি বেসরকারি স্কুলের বিরুদ্ধে ফি বাড়ানোর অভিযোগ উঠেছে । তা নিয়ে কয়েকটি স্কুলে বিক্ষোভও দেখিয়েছেন অভিভাবকরা। এই অবস্থায় হাতজোড় করে বেসরকারি স্কুলগুলিকে ফি না বাড়ানোর আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘এই সময় ফি বাড়ানো উচিত নয়। বেসরকারি স্কুলগুলির কাছে আমি হাতজোড় করে অনুরোধ করব, প্লিজ দয়া করে ফি বাড়াবেন না। কেউ কেউ আবার এটা নিয়ে রাজনীতি করে বলছেন, কোনও ফি দেব না। এটাও ঠিক নয়। তাকেও (স্কুলগুলিকে) তো টিচারদের বেতন দিতে হবে।’
মুখ্যমন্ত্রী জানান, তাঁর কাছে একটি চিঠি এসেছে। তাতে অভিযোগ করা হয়েছে, কম্পিউটার ট্রেনিংয়ের নামে টাকা নিয়ে নেওয়া হচ্ছে। ব্ল্যাকবোর্ডের নামে টাকা নিচ্ছে স্কুল। তিনি সাফ বলেন, ‘এটা কিন্তু নেওয়া উচিত নয়। ফি যেমন নিচ্ছেন নিন, না বাড়িয়ে, যেমন ছিল। আপনাদেরও টিচারদের বেতন দিতে হচ্ছে, স্কুল মেনটেনেন্স (পরিচর্যা) করতে হচ্ছে, আমরা এটা চাই যে আপনারা ফি বাড়ানোর সময় নয়। এখন ফি বাড়ানোর সময় নয়। এমনিতেও প্রাইভেট স্কুলের ফি যথেষ্ট বাড়ানো আছে।’