Homeজেলার খবরPM Modi at Howrah: দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে সরিয়ে নতুন বাংলা গড়ার...

PM Modi at Howrah: দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে সরিয়ে নতুন বাংলা গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী

Published on

বাংলাতে অবাধে দুর্নীতি চালায় তৃণমূল, তাই বাংলার ভবিষ্যৎ বদলাতে সাঁকরাইলের জনসভা থেকে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান মোদির(PM Modi at Howrah)  …….

রবিবার দুপুরে হাওড়ার সাঁকরাইলের সভা থেকে কংগ্রেস থেকে শুরু করে সিপিএম এবং তৃণমূলকে বাক্যবাণে বিদ্ধ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi at Howrah)। বাংলাতে অবাধে দুর্নীতি চালায় তৃণমূল, তাই বাংলার ভবিষ্যৎ বদলাতে সাঁকরাইলের জনসভা থেকে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান মোদির। সাঁকরাইলের সভা থেকে তিনি হাওড়া সহ উলুবেড়িয়াবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘শুধু নতুন সরকারকে বেছে নিতে নয়, এবার সকলের উচিত বাংলার ভবিষ্যৎ পরিবর্তনের জন্য ভোট দেওয়া।’ পাশাপাশি বিরোধীদের বিভিন্ন দুর্নীতি, কাটমানি, জমি দখল সহ একাধিক অভিযোগে বিদ্ধ করেন মোদি। সাথে বিগত বছর গুলোতে বিজেপি সরকারের উন্নয়নের বিস্তারিত খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী। মোদি আরও বলেন,’ আগামী ২০ মে শুধু সরকার বাছলে হবে না। বাংলার ভবিষ্যতকেও বেছে নিতে হবে।’ হাওড়ার সাঁকারাইলের সভা থেকে এই ভাষাতেই ভোটারদের নতুন বাংলা গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী।এদিন রাজ্য সফরে এসে চারটি সভা করেন প্রধানমন্ত্রী। দিনের শেষে সাঁকরাইলের সভা থেকে আরও একবার দুর্নীতিমুক্ত বাংলা গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী।

এদিন হাওড়া সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর সমর্থনে করা সভা থেকে প্রধানমন্ত্রী একাধিক ইস্যুতে তৃণমূলকে কড়া আক্রমণ করেন। মোদি বলেন,’ একদিকে কংগ্রেসের অত্যাচার, দুর্নীতি এবং তোষণ অন্যদিকে বামেদের স্বৈরচারী মনোভাবের সংমিশ্রণে তৃণমূল তৈরি হয়েছে। প্রথমে কংগ্রেস ও সিপিএম এবং পরে তৃণমূল বাংলার সর্বনাশ করেছে। প্রতিটি ক্ষেত্রে বাংলাকে পিছিয়ে দিয়েছে।’

এছাড়াও হাওড়ার অনুন্নয়ন নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী । তিনি বলেন, “একটা সময় ছিল যখন হাওড়া বিভিন্ন উদ্যোগের প্রাণকেন্দ্র ছিল। এখানে বিভিন্ন ধরনের মিল থেকে শুরু করে কারখানা ছিল। যদিও প্রথমে বাম, কংগ্রেস পরে তৃণমূল সব শেষ করে দিয়েছে। এখানকার পোশাক শিল্প এখন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। পাশাপাশি কৃষক মান্ডিতে গিয়েও কৃষকরা নিজেদের উৎপাদিত ফসল বেঁচতে পারছে না। সেখানেও কৃষকদের শস্য বিক্রি করতেও কাটমানি দিতে হচ্ছে। মোদি তৃণমূল নেতাদের নিশানা করে বলেন, “তৃণমূল নেতাদের কাজ গোলমাল আর তৃণমূল কর্মীদের কাজ জোর করে জমি দখল। ইন্ডি জোটের অন্যান্য জোটসঙ্গীরা লুকিয়ে দুর্নীতি করে কিন্তু এই রাজ্যে দুর্নীতির মুক্ত বাণিজ্য চালায় তৃণমূল। অন্য দুর্নীতির পাশাপাশি লটারি দুর্নীতির নেপথ্যেও আছেন তৃণমূলের নেতারা। এই লটারি দুর্নীতি বাংলার যুব সমাজকে শেষ করে দিয়েছে। অথচ সরকার সেই দোষীদেরই বাঁচাচ্ছে।”

মোদি রাজ্যের সন্দেশখালির প্রসঙ্গ তুলে বলেন, ‘ তৃণমূলের শাসনে মহিলারা সুরক্ষিত নন। সন্দেশখালিতে কী হয়েছে সেটা পুরো দেশ দেখেছে। এখন অভিযুক্তরা সিবিআই হেফাজতে আছে। তবে তৃণমূল এখনও তার হয়ে ব্যাটিং করছে।’ এছাড়াও বাংলার পরিকাঠামো নিয়েও বিস্তারিত তথ্য তুলে ধরেন মোদি।
তিনি জানান, ‘হাওড়া-সহ বাংলায় আন্তর্জাতিক পরিকাঠামো তৈরি হচ্ছে। হাওড়ায় জলের তলা দিয়ে মেট্রো চলছে। দেশের মধ্যে এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। আমাদের সরকার রেল বাজেটে ১৪ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে, যা অতীতে কেউ করে নি। পাশাপাশি শালিমার এবং সাঁতরাগাছি স্টেশনকে আন্তর্জাতিক মানের করা হচ্ছে।’ তিনি আরও দাবি করে বলেন, ‘বাংলাকে যে উন্নয়নের স্বপ্ন দেখে তা একমাত্র বিজেপিই পূরণ করতে পারে। বাংলাকে উন্নয়নের রাস্তা নিয়ে আসাই বিজেপির শপথ।’
এছাড়াও রবিবার ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রচারে গিয়ে মোদির মুখে চটকল শিল্পের দুরাবস্থা নিয়েও বক্তব্য শোনা যায়। পাশাপাশি রাহুল গান্ধীর নাম উল্লেখ না করে তাকে শাহজাদার সঙ্গে তুলনা করে বলেন, ‘শাহজাদার বয়সের থেকে কম আসন পাবে কংগ্রেস।’

Latest News

Arpita Mukherjee: মায়ের মৃত্যু! নিয়োগ কাণ্ডে অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের পাঁচ দিনের প্যারলে মু্ক্তি

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) মা।...

TMC MLA: বার ডান্সারকে ফ্লায়িং কিস তৃণমূলের মুখ্য সচেতকের! ভাইরাল ভিডিও

ফের বিতর্কের শিরোনামে তৃণমূল (TMC MLA)। এবার বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক...

Mamata Banerjee: টাকা খাওয়ার আগে রাজনৈতিক নেতারা ১০ বার ভাবে, পুলিশ নয়! বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

আলুর দাম বৃদ্ধি নিয়ে প্রকাশ্যে নিজের ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

Mamata Banerjee: নীচু তলার কর্মীরা কাজের প্রতি আন্তরিক নয়! পুলিশে অনাস্থা খোদ মুখ্যমন্ত্রী

আরজি কর কাণ্ডের পর থেকে বার বার পুলিশের ওপর সাধারণ মানুষের অনাস্থা প্রকাশ পেয়েছে...

More like this

Arpita Mukherjee: মায়ের মৃত্যু! নিয়োগ কাণ্ডে অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের পাঁচ দিনের প্যারলে মু্ক্তি

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) মা।...

TMC MLA: বার ডান্সারকে ফ্লায়িং কিস তৃণমূলের মুখ্য সচেতকের! ভাইরাল ভিডিও

ফের বিতর্কের শিরোনামে তৃণমূল (TMC MLA)। এবার বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক...

Mamata Banerjee: টাকা খাওয়ার আগে রাজনৈতিক নেতারা ১০ বার ভাবে, পুলিশ নয়! বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

আলুর দাম বৃদ্ধি নিয়ে প্রকাশ্যে নিজের ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...