নিজস্ব প্রতিনিধি, নদিয়াঃ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিমার টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার এক বেসরকারি ব্যাংকের কর্মী৷অভিযুক্ত রূপ নারায়ণ সাহা নবদ্বীপ ষষ্ঠীতলার বাসিন্দা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দুটি শাখার গ্রাহকদের বিমার প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেপ্তার করা হয় বেসরকারি ব্যাংকের ওই কর্মীকে।
অভিযুক্ত রূপনারায়ন সাহার বিরুদ্ধে গত ২১ জুন নবদ্বীপের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার গোপা দাশগুপ্ত নবদ্বীপ থানায় একটি লিখিত অভিযোগ করে জানান, যে ওই বেসরকারি ব্যাংকের প্রতিনিধি নবদ্বীপ শাখার গ্রাহকদের কাছ থেকে বিমা করিয়ে দেওয়ার জন্য ৪ লক্ষ ৫৪ হাজার ৮০৩ টাকা নেন। সেই টাকা দিয়ে তিনি কারও কোন পলিসি করেননি।ব্যাংকের সঙ্গে প্রতারণা করেছেন তিনি। পাশাপাশি একই অভিযোগ করেন অন্য আরএকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের স্বরূপগঞ্জ শাখার ম্যানেজার গীতাঞ্জলি প্রধান।নবদ্বীপ থানায় তিনিও অভিযোগ জানান, অভিযুক্ত রূপ নারায়ণ সাহা ব্যাংকের স্বরুপগঞ্জ শাখার গ্রাহকদের বিমা করিয়ে দেওয়ার নামে ১ লক্ষ ৯৬ হাজার ৯২৩ টাকা নিয়ে কোন পলিসি করেনি। তিনি ব্যাংকের সঙ্গে প্রতারণা করেছেন।
দুই ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে নবদ্বীপ থানার পুলিশ দুটি পৃথক মামলা দায়ের করে।সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।অভিযুক্ত রুপ নারায়ণ সাহাকে নবদ্বীপ আদালতে তোলা হলে বিচারক ৭দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ।
জানা গিয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলো তাদের কাছ থেকে ঋণ নেওয়া গ্রাহকদের বিমা করিয়ে থাকেন ঋণ তামাদি না হওয়ায় স্বার্থে। অনেক ব্যাংকের নিজস্ব কোনো বিমা না থাকায় তারা অন্যান্য বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধে। এক্ষেত্রে অভিযুক্ত তেমনই একটি বেসরকারি ব্যাংকের প্রতিনিধি ছিলেন।সাতদিন পুলিশ হেফাজত থাকার পর সোমবার অভিযুক্তকে পুনরায় নবদ্বীপ আদালতে তোলা হবে।