সৌভিক সরকার, নৈহাটিঃ পার্কে আসা পিকনিক পার্টির গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো নৈহাটি মামুদপুরে।পুলিশ-জনতা খন্ডযুদ্ধ,আহত তিন পুলিশ কর্মী সহ বেশ কয়েকজন গ্রামবাসী।ঘটনাটি নৈহাটি বিধানসভার মামুদপুর গ্রামপঞ্চায়েতের দেবক গ্রামে নাইস পার্কের ঘটনা।
গ্রামবাসীদের অভিযোগ, বেসরকারি ওই পার্কটিতে গতকাল বর্ষশেষে গভীররাত পর্যন্ত উচ্চস্বরে ডিজে বক্স বাজিয়ে পিকনিক চলে।আবার আজ নতুন বছরের শুরুতেই সকাল থেকেই গাড়ি নিয়ে এসে পিকনিক করতে ভিড় জমান মানুষজনেরা ।পিকনিক করতে আসা মানুষজনদের গাড়ির ভিড় বেড়ে যাওয়ায় গ্রামের রাস্তা অবরুদ্ধ হয়ে পরে।
যাতায়াতে বাঁধা পেয়ে গ্রামবাসীরা প্রতিবাদ করে। তখন পিকনিকে আশা মানুষদের সঙ্গে এলাকাবাসীর গন্ডগোল বেঁধে যায় গাড়ি পার্কিং নিয়ে।এরপর বচসা বাধে পার্কের কর্মীদের সাথে ওই গ্রামের কয়েকজন যুবকের সাথে।অভিযোগ, একসঙ্গে পাঁচশো লোকের জায়গায় তিন হাজার মতো মানুষের কাছে টিকিট বিক্রি করে পার্ক কর্তৃপক্ষ।
জানা যায়, এর পর উত্তেজিত গ্রামবাসীরা পিকনিক স্পটে ঢুকে ভাঙচুর চালায়।উত্তেজিত গ্রামবাসীরা পার্কটির বড় গেট এবং ভিতরের বেশ কিছু অংশ ভেঙে গুঁড়িয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নৈহাটি থানার পুলিশ।গ্রামের ৪ যুবককে আটক করে নিয়ে যায় পুলিশ। এরপরই গ্রামবাসীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেধে যায়।
ঘটনাস্থলে নামানো হয় রাফ। পুলিশ নির্বিচারে গ্রামবাসীদের ওপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। তারপর উত্তেজিত গ্রামবাসীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর চালায়।বাদ যায়নি পুলিশের গাড়িও।উত্তেজিত গ্রামবাসীদের রোষে পড়ে তিন পুলিশকর্মী আহত হয়।পাশাপাশি পুলিশের মারেও বেশ কয়েকজন গ্রামবাসী আহত হয়েছে বলে জানা গিয়েছে।ঘটনাস্থলে উত্তেজনার পারদ উঠতে থাকায় পুলিশ পিছু হটতে বাধ্য হয়। এলাকায় উত্তেজনা রয়েছে।