খবরএইসময়,বারাকপুরঃ রবিবার সন্ধ্যায় টিটাগড় থানার সামনে গুলি চালিয়ে মনীশ শুক্লাকে হত্যা করে একদল দুষ্কৃতি৷ মনীশ অর্জুন ঘনিষ্ঠ বিজেপি নেতা হিসেবে বারাকপুর শিল্পাঞ্চলে জনপ্রিয় ছিলেন। তাঁর মৃত্যুর পর রাজ্যের শাসকদল ও পুলিশের দিকে আঙ্গুল তুলেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। সংবাদমাধ্যমকে অর্জুন স্পষ্টই বলেন, থানার সামনে ‘বার্স্ট ফায়ারিংয়ে’ ওকে মারা হয়েছে। ষড়যন্ত্রে পুলিশ জড়িত না থাকলে এটা কখনোই হত না।’
অর্জুন সিং-এর আরও অভিযোগ, ‘পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মণীশ মারা গিয়েছে। কিন্তু আমি খবর পেয়েছি মণীশ স্পটেই মারা গিয়েছে। ১২ টা গুলি লেগেছে ওঁর গায়ে। ১৪ থেকে ১৮ রাউন্ড ফায়ার করা হয়েছে।’
সংবাদমাধ্যমকে অর্জুন সিং জানান, রবিবার সকাল থেকেই তার সঙ্গে ছিলেন মণীশ। তাঁরা দুপুরে একসঙ্গে খাওয়াদাওয়াও করেন৷ এরপর কৈলাশ বিজয়বর্গীয়ের সঙ্গে দেখা করতে কলকাতা যান অর্জুন।
টিটাগড়ের যেখানে মণীশ শুক্লাকে গুলি করা হয়েছে সেখানে বিজেপির একটি দলীয় কার্যালয় রয়েছে। যেখানে প্রায়ই সন্ধ্যের দিকে চা খেতেন মণীশ অর্জুনরা। দুষ্কৃতিরা এসব খবর জানত, এবং এখানেই মণীশকে টার্গেট করে স্টেনগান থেকে গুলি চালায় তারা। দুষ্কৃতিরা এলাকারই ছেলে এবং তৃণমূলের পোষা বলে অভিযোগ ব্যারাকপুরের সাংসদের। যদিও এই অভিযোগকে পুরোপুরি উড়িয়ে দিয়ে তৃণমূলের পক্ষ থেকে ঘটনাটিকে বিজেপির গোষ্ঠী দ্বন্দ বলা হয়েছে।