Homeজেলার খবরবিরোধীদের শত্রু ভেবে রাজনৈতিক হিংসা বাংলার সংস্কৃতি নয়: রাজীব বন্দ্যোপাধ্যায়

বিরোধীদের শত্রু ভেবে রাজনৈতিক হিংসা বাংলার সংস্কৃতি নয়: রাজীব বন্দ্যোপাধ্যায়

Published on

নিজস্ব প্রতিবেদন: দিন কয়েক আগেই তৃণমূল ছেড়েছিলেন। আর বিজেপিতে যোগদানের পরেই দলের কর্মী-সমর্থকদের উপর হামলার প্রতিবাদে সরব হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকার কথা স্মরণ করে রাজীব জানান, রাজনীতিতে প্রতিপক্ষ থাকবে। কিন্তু রাজনৈতিক শত্রু ভেবে হিংসা ছড়ানো অনভিপ্রেত। এমনকী এটা বাংলার সংস্কৃতি নয় বলেও উল্লেখ করেন তিনি।
হাওড়ার ডুমুরজলার সভার দিন বিজেপির কর্মীদের উপর আক্রমণের ঘটনায় রাজ্যের শাসকদলের দিকে আঙুল তোলেন রাজীব। সোমবার হাওড়ার বেলিলিয়াস রোডে দলীয় কার্যালয় সাংগঠনিক বৈঠকের পর রাজীব বলেন, ‘গণতন্ত্রের রাজনীতি করার অধিকার সকলের রয়েছে। একজন মানুষ যে কোনও রাজনৈতিক দলের অনুষ্ঠানে, সভা-সমিতিতে, মিছিলে যোগদান করতে পারেন। সেই স্বাধীনতা তাঁর রয়েছে। কিন্তু, কেউ যদি ভেবে নেয়, বিরোধী দলের কোনও কর্মী-সমর্থক তাদের প্রতিপক্ষ নয়, রাজনৈতিক শত্রু এবং তাঁদের উপর রাজনৈতিক হিংসা চরিতার্থ করবো, এই জিনিস বাংলার কৃষ্টি, বাংলার শিক্ষা, বাংলার সংস্কৃতির সঙ্গে মেলে না। অতীতে বামপন্থীরা এই ভুল কাজ করে তাদের ভুগতে হয়েছে। বর্তমান শাসকদল কিছু দিন ধরে সেই একই কাজ করছে। আমি এর তীব্র নিন্দা করছি।’
এদিকে দলবদলুদের নিয়ে নানা ভাবে আক্রমণ শানিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতারা। সে প্রসঙ্গ টেনে রাজীব বলেন, ‘রাজীব বন্দ্যোপাধ্যায় দল এবং মন্ত্রীত্ব ছেড়ে দেওয়ার পর বলা হয়েছিল, বট গাছের ঝরা পাতা। বলা হয়েছিল, সমুদ্রের এক ঘটি জল। তাহলে ওঁরা আজ রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এত উতলা কেন? আমি তো কোনও নেতৃত্বের নাম নিয়ে কোনও মন্তব্য করিনি? ব্যক্তি আক্রমণে আমি বিশ্বাসী নই।’
বিজেপিতে যোগ দেওয়ার পর সোমবারই প্রথম হাওড়ার বেলিলিয়াস রোডের বিজেপির দলীয় কার্যালয়ে আসেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁকে কেন্দ্রীয় সরকার জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে। সেই নিরাপত্তা বলয় নিয়েই এদিন তিনি দলীয় কার্যালয়ে আসেন। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব। দলীয় নেতৃবৃন্দের সঙ্গে পরিচিতির পাশাপাশি এদিন দলের আগামী দিনের কর্মসূচির রূপরেখা নিয়েও আলোচনা হয়। আলোচনা হয় পরিবর্তন যাত্রা নিয়েও।

Latest News

Israel-Lebanon Meeting: হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, এই শর্ত রাখলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ইসরায়েল নীতিগতভাবে লেবাননে হিজবুল্লাহর (Israel-Lebanon Meeting) সাথে মার্কিন সমর্থিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং প্রধানমন্ত্রী...

Maiya Samman Yojana: জেএমএম-এর জয়ে ঝাড়খণ্ডের লক্ষ লক্ষ মহিলা উপকৃত হবেন, বাড়তে চলেছে মাইয়া সম্মান যোজনার অর্থ

সম্প্রতি মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড-এই দুটি রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।...

Supreme Court: অভিষেক কন্যাকে কটূক্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ, সুপ্রিম কোর্টে রায়ে স্বস্তিতে রাজ্য

তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) নাবালিকা মেয়েকে কুরুচিকর মন্তব্যের প্রেক্ষিতে পুলিশ দুই তরুণীকে...

SC Verdict: সংবিধান থেকে ‘সমাজতান্ত্রিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দাবলী সরানো হবে না, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

সোমবার ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট (SC Verdict)। ১৯৭৬ সালে পাশ হওয়া ৪২তম সংশোধনী...

More like this

Supreme Court: অভিষেক কন্যাকে কটূক্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ, সুপ্রিম কোর্টে রায়ে স্বস্তিতে রাজ্য

তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) নাবালিকা মেয়েকে কুরুচিকর মন্তব্যের প্রেক্ষিতে পুলিশ দুই তরুণীকে...

TMC MP: তৃণমূলের কর্মসমিতির বৈঠকে ডাক পেলেন না সাংসদ! নেপথ্যে কি আরজি কর কাণ্ড

সোমবার চারটের সময় তৃণমূলের কর্মসমিতির বৈঠক বসেছে। বৈঠকে দলের সব সাংসদ (TMC MP), বিধায়ক...

Air Pollution: দিল্লির পথে কলকাতা! ক্রমেই বাড়ছে বায়ু দূষণের মাত্রা

দিল্লিতে বায়ু দূষণের (Air Pollution) মাত্রা ক্রমেই বাড়ছে। পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠেছে। দিল্লিতে...