Polluted Seine River: দূষিত শ্যেন নদীর জল, প্যারিস অলিম্পিকে সাঁতারের অনুশীলন বাতিল

প্যারিসের বুক চিরে চলা শ্যেন নদীকে (Polluted Seine River) কেন্দ্র করেই ছিল সব আয়োজন। এবার সেই সিন নদীই অলিম্পিক ইভেন্টের জন্য নেতিবাচক কারণ হয়ে দাঁড়াল। নদীর জল দূষিত (Polluted Seine River) থাকায় ট্রায়াথলনের সাঁতারের অনুশীলন করা যায়নি। ন্যূনতম মানে উন্নীত না হলে শেষ পর্যন্ত ইভেন্টটিই অন্য কোথাও সরিয়ে নেওয়া হতে পারে।

Olympic triathlon training cancelled over Seine pollution

প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটি ও ওয়ার্ল্ড ট্রায়াথলনের যৌথ বিবৃতিতে জানানো হয়, অ্যাথলিটরা নামার আগে জলের মান পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় ন্যূনতম গ্রহণযোগ্য মান পাওয়া যায়নি।

শ্যেন নদীর জল (Polluted Seine River) নিয়ে আলোচনা-সমালোচনা চলছিল অনেক দিন ধরেই। জুলাইয়ে করা পরীক্ষায় প্রয়োজনীয় মান পাওয়া গেছে বলে জানানো হয়েছিল। চলতি মাসে অলিম্পিক শুরুর আগে জলের মান প্রমাণ করতে নদীতে নেমে স্নান করেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী ও প্যারিসের মেয়র।

Can Paris make the Seine clean enough to swim in for the Olympics? - National | Globalnews.ca

তবে ২৬ জুলাই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের দিন থেকে ব্যাপক বৃষ্টি হয়েছে প্যারিসে। এ কারণে জলে দূষণের মাত্রা (Polluted Seine River) বেড়ে গেছে জানিয়ে যৌথ বিবৃতিতে বলা হয়, ‘ক্রীড়াবিদদের সুস্থতা আমাদের অগ্রাধিকার। শনিবারের পরীক্ষায় জলের যে মান পাওয়া গেছে, তা আন্তর্জাতিক ফেডারেশন, ওয়ার্ল্ড ট্রায়াথলনের অনুমোদিত মাত্রায় পৌঁছায় না।’ তবে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাস অনুকূলে আছে বলে সঠিক সময়েই মূল ইভেন্ট আয়োজনের ব্যাপারে আশাবাদ প্রকাশ করা হয়।

ট্রায়াথলন মূলত তিনটি ভিন্ন খেলার সমন্বয়ে অনুষ্ঠিত হয়। ১০ কিলোমিটার দৌড় ও ৪০ কিলোমিটার সাইক্লিংয়ের পাশাপাশি দেড় কিলোমিটার সাঁতরাতে হয়। এর মধ্যে সাঁতারের অংশটির ভেন্যু নির্ধারিত ছিল শ্যেন নদী। ছেলেদের সিঙ্গেলস ৩০ জুলাই, মেয়েদের সিঙ্গেলস ইভেন্ট ৩১ জুলাই এবং মিশ্র দলগত ইভেন্ট ৫ আগস্ট হওয়ার কথা রয়েছে।

Seine Pollution: Olympics Organisers Cancel First Triathlon Training | TimelineDaily

প্যারিসে জুলাইয়ের শেষ দিকে লাগাতার বৃষ্টির স্বল্পতা, অনেক বেশি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বা উচ্চ তাপমাত্রা দেখা যায় বলে আয়োজকেরা নির্ধারিত সময়েই ইভেন্টের ব্যাপারে আশাবাদী। শেষ পর্যন্ত যদি নির্দিষ্ট দিনে জলের মান ভালো না থাকে, তাহলে ওই ইভেন্ট কয়েক দিন পেছানো হতে পারে বলে জানিয়েছে বিবিসি। এ ছাড়া বিকল্প হিসেবে প্যারিসের ভাইরেস-সার-মার্নেতেও সরিয়ে নেওয়া হতে পারে। প্যারিসের ভারী বর্ষণের কারণে এরই মধ্যে ২৭ জুলাইয়ের স্ট্রিক স্কেটবোর্ডিংয়ের (পুরুষ) ফাইনাল সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে।