রবিবার থেকে শুরু হয়েছে কর্মবিরতি(potato Strike)। চিন্তায় আমজনতা। এমনিতেই আলুর দাম ৩৫-৪০ টাকা ছুঁয়েছে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ডাকা কর্মবিরতির জেরে দাম কি আরও বাড়বে? এই নিয়ে জল্পনার মধ্যেই মঙ্গলবার বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকে আলু নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকালে হরিপালে ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক করতে পারেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। সূত্রের খবর, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ডাকা কর্মবিরতি উঠে যেতে পারে বুধবার।
কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আলুর দাম কমতে শুরু করেছিল। কিন্তু, ভিনরাজ্যে আলু পাঠানোর ট্রাক সীমানায় আটকে দেওয়ার অভিযোগ তুলে কর্মবিরতির ডাক দেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। রবিবার থেকে শুরু হয়েছে তাদের কর্মবিরতি। তার জেরে বাজারে কমেছে আলুর জোগান। এক ধাক্কায় আলুর দামও বেড়েছে। মঙ্গলবার এই পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক করেন। মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, যতদিন না রাজ্যে আলুর দাম কমছে, ভিনরাজ্যে আলু পাঠানো যাবে না। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নাকে দায়িত্ব দেন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বিষয়টি মেটানোর। পাশাপাশি কড়া বার্তা দেন ব্যবসায়ীদের উদ্দেশেও। প্রয়োজনে সৎ ব্যবসায়ীদের সংগঠন তৈরি করার কথা বলেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, এরপরই কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কথাবার্তা হয়। মঙ্গলবারই বাঁকুড়ার জয়পুরে ব্যবসায়ীদের সংগঠন নিজেদের মধ্যে বৈঠক করে। বুধবার হরিপালে ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক করতে পারেন বেচারাম মান্না। সূত্রে খবর, সেখানে কর্মবিরতি তুলে নেওয়ার ঘোষণা করা হতে পারে। কর্মবিরতি উঠলে বুধবার বিকেলের পর থেকে আলুর জোগান স্বাভাবিক হতে পারে। কমতে পারে আলুর দাম। আবার আলুর দাম নিয়ন্ত্রণে হরিপালের বৈঠক থেকেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।