আট বছরের এক নাবিলাকে মাদক খায়িয়ে ধর্ষণের (Minor Girl Raped in Bhopal) অভিযোগ উঠল এক বেসরকারী স্কুলের মালিকের বিরুদ্ধে। শুধু তাই নয়, এই ঘটনা সামনে আসার পাশাপাশি অভিযোগ তুলে নেওয়ার চাপ আসে ওই নাবালিকার পরিবারের উপর। তাঁদের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনাটি ঘটেছে ভোপালের এক নামী বেসরকারি স্কুলে।
একটি সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত খবরের সূত্র ধরে জানা গিয়েছে যে, ওই বেসরকারি স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল বছর আটের ওই নাবালিকা। অভিযোগ, খাবারের সঙ্গে নেশার দ্রব্য মিশিয়ে বেহুঁশ করে ধর্ষণ (Minor Girl Raped in Bhopal) করা হয় তাকে। এরপরই ওই নাবালিকা তাঁর মা’কে সব ঘটনাটি জানান। এর পর গত ৩০ এপ্রিল থানায় গিয়ে এই ঘটনায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। যদিও স্থানীয় থানার পুলিশ প্রথমে মামলা গ্রহণ করতে চায়নি। এমনকী অভিযোগ তোলা হয়, মামলা তুলে নেওয়ার জন্য থানার সাব ইন্সপেক্টর চাপ সৃষ্টি করেন নির্যাতিতার মায়ের উপর।
এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে শোরগোল। ই মামলায় সিট গঠন করে তদন্তের নির্দেশ দেন খোদ মুখ্যমন্ত্রী মোহন যাদব। তদন্তে পুলিশের তরফে সন্দেহভাজনদের ছবি দেখানো হলে একজনকে চিনতে পারে মেয়েটি। জানা যায়, ওই ব্যক্তি খোদ স্কুলের মালিক। মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। শুধু তাই নয়, এই ঘটনায় ওই সাব ইনস্পেক্টরকেও গ্রেফতার করা হয়েছে।