Priyanka Gandhi: সাংসদ পদে শপথ নিলেন প্রিয়াঙ্কা, উপস্থিত ছেলে রায়হান ও মেয়ে মিরায়ার

কেরলের ওয়ানাড় থেকে জয়ী হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। তিনি আজ সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছেন। তাঁর মা সোনিয়া গান্ধী এবং ভাই রাহুল গান্ধীও শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই মুহূর্তে তাঁর পুত্র-কন্যা রায়হান বঢরা এবং মিরায়া বঢরাও উপস্থিত ছিলেন। মা ও রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধীর শপথগ্রহণের আগে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি খুব খুশি।’

Image

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) নাম ডাকতেই তিনি হাতে সংবিধানের বই নিয়ে পৌঁছন এবং শপথ গ্রহণ করেন। কেরলের ওয়ানাড় লোকসভা আসনে ৪ লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi)। আজ থেকে সংসদে গান্ধী পরিবারের তিনজনকে দেখা যাবে।

এর আগে বুধবার প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) কাছে জয়ের শংসাপত্র নিয়ে এসেছিলেন কেরলের কংগ্রেস নেতারা। প্রিয়াঙ্কা গান্ধী ৬,২২,৩৩৮ ভোট পেয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিআই প্রার্থী সত্যম মোকেরি। তিনি পেয়েছেন ২,১১,৪০৭ ভোট। তৃতীয় স্থানে ছিল বিজেপি। বিজেপি প্রার্থী নব্যা হরিদাস পেয়েছেন ৭,৯৯৯৩৯ ভোট।