আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের প্রতিবাদে (Protest for RG Kar) তোলপাড় রাজ্য তথা দেশ। ঘটনায় জড়িত অভিযুক্তর কঠোরতম শাস্তির দাবিতে গর্জে উঠেছে বাংলার মানুষ। তিলোত্তমা খুনে বিচার মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। আগামীকাল সর্বোচ্চ আদলতে তিলোত্তমা মামলার শুনানি। আর তার আগে ‘বিচারপেতে আলোর পথে’ (Protest for RG Kar) ডাক দিয়েছে আন্দোলনরত জুনিয়ার ডাক্তার।পাশাপাশি ফের ডাক দেওয়া হয়েছে রাত দখলের। তবে রাত দখলে আরজি কর জুনিয়ার চিকিৎসদের সাথে দেখা যেতে পারে তিলোত্তমার পরিবারকে এমনটাই খবর। তিলোত্তমার বাবার দাবি রাত দখল কর্মসূচীতে উপস্থিত থাকবে তাদের পরিবার। তবে তিনি ও তিলোত্তমার মা উপস্থিত থাকবেন কিনা অথবা থাকলেও কখন উপস্থিত থাকবেন তা এখনো স্পষ্ট নয়। সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতি মামলে ধরা পড়েছে। খুব তাড়াতাড়ি খুন ও দুর্নীতির মামলার সাফল্য পাবে সিবিআই এমনটাই আশাবাদী নির্যাতিতর পরিবার।
বৃহস্পতিবার কর্মসূচিতে চিকিৎসকদের আহ্বান, রাত ৯ থেকে ১০টা ঘরের আলো নিভিয়ে প্রদীপ মোমবাতি নিয়েই বেরিয়ে আসুন ঘরের বাইরে। নিজের এলাকায় গড়ে তুলুন মানব বন্ধন। তবে প্রতিবাদ হবে শান্তিপূর্ণ । অন্ধকারকে দূরে ঠেলে প্রদীপের উজ্জ্বল শিখার মতো স্পষ্ট হয়ে উঠুক আসল সত্য। এমনটাই মনে করছেন অনেকে।
গত ৯ আগস্ট আরজিকর তরুণীর চিকিৎসক খুনের প্রতিবাদে ১৪ আগস্ট প্রাকস্বাধীনতা দিবসে প্রথম ডাক দেওয়া হয়েছিল ‘মেয়েরা রাত দখল করো’ কর্মসূচী। সমাজমাধম্যে ছড়িয়ে পড়ে একাধিক পোস্টার। নির্জাতিতার বিচারের দাবিতে শহর থেকে জেলায় পথে নেমেছিল প্রতিবাদীর ঢল যা ইতিহাসে নজির।