নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:-কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থবিরোধী নীতি ও পদক্ষেপের বিরুদ্ধে সিআইটিইউ সহ ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও স্বতন্ত্র জাতীয় ফেডারেশন গুলোর ডাকে সারা ভারত প্রতিবাদ দিবস পালন করা হল ঝাড়গ্রামের পাঁচমাথার মোড়ে। এদিন ১২ দফা দাবি নিয়ে ঝাড়গ্রাম জেলা কমিটির উদ্যোগে শুক্রবার ঝাড়গ্রাম শহরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। ওই বিক্ষোভ মিছিলে সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন। ১২ দফা দাবি গুলি হল-
১) পরিযায়ী শ্রমিক সহ সমস্ত শ্রমজীবী মানুষকে রেশনে মাসে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ৬ মাস দিতে হবে।
২) পরিযায়ী শ্রমিক সহ সমস্ত শ্রমজীবী মানুষকে মাসে ৭৫০০ টাকা করে অনুদান দিতে হবে।
৩) কোন অজুহাতেই ৮ ঘন্টা শ্রম সময় পরিবর্তন করে ১২ ঘন্টা করা চলবেনা।
৪) কোন অজুহাতেই চালু শ্রম আইনগুলো মালিকের স্বার্থে পরিবর্তন স্থগিত করা চলবে না।
৫) রাষ্ট্রায়ত্ত সরকারীক্ষেত্রকে বেসরকারিকরণ করা চলবেনা।
৬) কয়লা, প্রতিরক্ষা সহ কোন ক্ষেত্রেই এসডিআই চালু করা চলবে না।

৮) শিল্প ও প্রতিষ্ঠান লকডাউন চলাকালীন সময়ের মজুরি শ্রমিকদের দিতে হবে।
৯) শিল্প ও প্রতিষ্ঠানে লকডাউনের পূর্বে কর্মরত সকল শ্রমিককে কাজ দিতে হবে। কোন শ্রমিককে কর্মচ্যুত করা চলবে না।
১০) কেন্দ্রীয় সরকারের ২০ লক্ষ ২০ হাজার কোটি টাকার ভাঁওতা নয়, স্বাস্থ্য ক্ষেত্রে ও শ্রমজীবী মানুষের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে হবে।
১১) পশ্চিমবঙ্গ সহ সকল রাজ্যের সমস্ত পরিযায়ী শ্রমিকদের গরীব কল্যাণ রোজগার অভিযান প্রকল্পের অন্তর্ভুক্ত করতে হবে।
১২) পেট্রোল, ডিজেল সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে।।”