22 C
New York
Thursday, November 28, 2024
Homeদেশের খবরPSC: বাংলা পক্ষের তরফে পিএসসি ভবন অভিযান

PSC: বাংলা পক্ষের তরফে পিএসসি ভবন অভিযান

Published on

spot_img

পল্লব হাজরা, কলকাতা : পশ্চিমবঙ্গ মঙ্গলগ্রহে নয় এই ভারতেরই একটি রাজ্য, অথচ একমাত্র এই পশ্চিমবঙ্গই যেখানে বাংলা বাধ্যতামূলক নয়! রাজ্য সরকারি চাকরির জন্য বাংলা ছেলে মেয়েদের সর্বভারতীয় পরীক্ষার মধ্যে পরীক্ষা দিতে হচ্ছে। ইউপি বিহার থেকে হু হুকরে চাকরিপ্রার্থীরা ডুকছে এই রাজ্যে সরকারি চাকরিতে। বিষয়টি খুবই লজ্জার এবং বাংলার ছেলে-মেয়েদের কাছে অত্যন্ত দুঃখজনক। 

উড়িষ্যায় উড়িয়া বাধ্যতামূলক পেপার, মহারাষ্ট্রের মারাঠী, কর্নাটকে কন্নড় ,কেরালা মালায়ালাম, তামিলনাডুতে তামিল, তেলেঙ্গানায় তেলেগু , ছত্রিশগড়ে বিহারী- হিন্দি, পাঞ্জাবে পাঞ্জাবি এমনকি গুজরাটে গুজরাটি। ফলে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার্থীদের মধ্যে একটা হতাশা কাজ করে আজকাল। তাঁদের মধ্যে আজকাল বদ্ধ ধারণা জন্মেছে এই নিয়ে যে, এর ভিতরে যারা চাকরি করেন অর্থাৎ যারা এর নীতিনির্ধারক তারা হয়তো  ইউপি বিহারের পাবলিক সার্ভিস কমিশনে চাকরি করছেন!

তবে, এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভুমিকায় দেখা যাচ্ছে বাংলাপক্ষ’কে এবং বলা যেতেই পারে যে, বাংলাপক্ষই একমাত্র বাংলার জাতীয় সংগঠন। তারাই বিগত তিন বছর ধরে গর্গ চ্যাটার্জির তত্বাবধানে বাংলার রাজ্য সরকারি বা বেসরকারি চাকরিতে রাজ্যের ভূমিপুত্র সংরক্ষণ করার পাশাপাশি বাংলার প্রতিটি রাজ্য সরকারি চাকরিতে বাধ্যতামূলক ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া এবং WBCS মেইনস যাতে শুধুমাত্র ইংরেজিতে না হয়ে, বাংলাতেও হয় সেই দাবি দাবি জানিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে যার অন্যথা হলনা শুক্রবার।

১লা এপ্রিল,শুক্রবার কলকাতার মুদিয়ালিতে পিএসসি (PSC) ভবনের সামনে বাংলার প্রতিটি রাজ্য সরকারি চাকরিতে বাধ্যতামূলক ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া, WBCS মেইনস যাতে শুধুমাত্র ইংরেজিতে না হয়ে, বাংলাতেও হয় সেইসব দাবি নিয়ে সকাল সাড়ে ১০ থেকে অবস্থান বিক্ষোভ শুরু করে এবং পিএসসি চেয়ারম্যান পিয়ালী সেনগুপ্তের সঙ্গে দেখা করে স্মারকলিপি তুলে দেন।

এদিনের এই বিক্ষোভে সামিল ছিলেন বাংলাপক্ষের সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, বাংলা পক্ষের শীর্ষ পরিষদের সদস্য কৌশিক মাইতি এবং শীর্ষ পরিষদ সদস্য মনন মন্ডল সহ বাংলা পক্ষের বিভিন্ন জেলার সহযোদ্ধারাও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। পিএসসি চেয়ারম্যানের তরফে জানানো হয়েছে, এই দাবি তিনি সরকারের কাছে এবং মূখ্য সচিবের কাছে পাঠানো হবে।

বাংলা পক্ষের তরফে জানানো হয়েছে যতদিন না পর্যন্ত ১০০ নম্বরের বাংলা ভাষার পরীক্ষা রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে বাধ্যতামূলক হয় ততদিন এই আন্দোলন চলবে এবং আগামী দিনের আন্দোলন আরো জোরদার হবে। দরকারে সংগঠনের তরফে নবান্ন অভিযান হবে, কারণ আইন বানায় সরকার। পিএসসি সেটা বলবৎ করে।

Latest articles

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষ! অধ্যাপকের কেবিলে তালা ঝোলাল পড়ুয়ারা

মাস কমিউনিকেশনের বিভাগের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)। পরীক্ষার খাতা না...

Partha Chaterjee: জামিন পেতে মরিয়া পার্থ! সমস্ত দোষ দিলেন অর্পিতার ঘাড়ে

জামিন পেতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee)। নিয়োগ মামলায় একের পর এক...

Humayun Kabir: শোকজ হুমায়ুন কবীরকে! তারপরেও বিস্ফোরক হুমায়ুন কবীর

বার বার বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে উঠে এসেছেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun...

BJP: আর্থিক প্রতারণার অভিযোগ! দলের পদ থেকে সরানো হলো নবারুন নায়েককে

পুলিশ ইতিমধ্যে আর্থিক প্রতারণার দায়ে বিজেপি (BJP) নেতা নবারুণ নায়েককে গ্রেফতার করেছে। তার ২৪...

More like this

ICC Rankings: জসপ্রিত বুমরাহ বিশ্বের এক নম্বর বোলার! বিরাট নয়, রুটের প্রতিদ্বন্দ্বী ২২ বছরের ব্যাটসম্যান!

পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট জিতেছে ভারতীয় ক্রিকেট দল। দলের অধিনায়ক ছিলেন জসপ্রিত...

Champions Trophy: পাকিস্তানকে ৭২ ঘণ্টার আলটিমেটাম! বড় পদক্ষেপ নেবে আইসিসি

আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চিন্তিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড...

ICC test Rankings: নাম্বার ওয়ান হওয়ার খুব কাছে যশস্বী জয়সওয়াল, অস্ট্রেলিয়া সিরিজেই বিশ্বের সেরা হওয়ার হাতছানি

ভারতীয় ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল আইসিসি কর্তৃক প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে (ICC test Rankings) উল্লেখযোগ্য উন্নতি...