বিতর্ক যেন একেবারে যেন পিছু ছাড়াচ্ছে না রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee)। বন্যা পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে ইতিমধ্যে নেটিজেনদের ট্রোলের শিকার হলেন তৃণমূলের সাংসদ (Rachana Banerjee)। তিনি (Rachana Banerjee) বন্যা পরিস্থিতি দেখে ফেরার সময় ওল কচু কিনে বাড়ি ফেরেন। সরাসরি তিনি (Rachana Banerjee) সাংবাদিকদের বলেন, ওল কচু খেতে ভালোলাগে। বাড়িতে গিয়ে রান্না করে খাবেন। বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে এই ধরনের কাজ করে কার্যত ট্রোলের মুখে পড়লেন রচনা বন্দ্যোপাধ্যায়(Rachana Banerjee) । বুধবার বলাগড়ের মিলনগড় থেকে চর খয়রামারি যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে রচনা দেখেন, চাষীরা ওল ধুয়ে বাজারে নিয়ে যাবেন বলে বস্তায় ভরছেন। চাষীদের থেকে সেই ওল কিনলেন হুগলির সাংসদ। দরদাম না করলেও ওল খেয়ে গলা ধরবে কি না, জানতে চাইলেন চাষীদের কাছে। হুগলির তৃণমূল সাংসদ রচনা বলেন, ‘খুব সুন্দর ওলের চাষ হয়েছে। ওল খেতে পছন্দ করি তাই নিয়ে গেলাম।’
বন্যা পরিস্থিতি নিয়ে মন্তব্য করেও ট্রোলের মুখে পড়েন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বন্যা পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। মানুষ, বাড়িঘর কিছুই নেই। সবাই রাস্তায় এসে দাঁড়িয়েছেন। আর ওরা বলছে জানিয়ে পাঠিয়েছে?’ কিন্তু জলের ক্ষেত্রে কুইণ্টাল কখনই ব্যবহার হয় না। জলের ক্ষেত্রে কিউসেক ব্যবহার করা হয়। যার জেরে ফের রচনা বন্দ্যোপাধ্যায় ট্রোলের মুখে পড়েন। ২০২৪ সালে হেভিওয়েট বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সাংসদ হন। কিন্তু লোকসভা নির্বাচনের প্রচারে গিয়েও তিনি ট্রোলের শিকার হন। প্রচারে বেরিয়ে ধোঁয়া দেখতে পেয়ে তিনি শিল্পের প্রসারের কথা উল্লেখ করে সমালোচিত হয়েছিলেন।২০২৪ সালের আগে রচনা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতিতে দেখতে পাওয়া যায়নি। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রার্থী হন।
অন্যদিকে, রাজ্যের বন্যা পরিস্থিতির নতুন করে অবনতি হয়নি। তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। যার জেরে নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া গিয়েছে। মুখ্যমন্ত্রী বন্যায় মৃতদের পরিবার পিছু দুই লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন।