টেনিসের কিংবদন্তি রাফায়েল নাদাল (Rafael Nadal) এখন বয়সের ভারে অনেকটাই নিষ্প্রভ। প্যারিস অলিম্পিকে পড়েছে তার ছাপ। পুরুষ সিঙ্গেলসে নোভাক জকোভিচের কাছে হেরে বিদায় নিয়েছেন আগেই। ভরসা ছিল ডাবলসে। সেখানে তার সঙ্গী ছিলেন তরুণ তারকা কার্লোস আলকারাজ। কিন্তু, দুজন মিলেও ব্যর্থ। পারেননি টিকে থাকতে। সিঙ্গেলসের পর ডবালসেও অলিম্পিক থেকে ছিটকে গেলেন নাদাল।
পুরুষ ডাবলসে কোয়ার্টার ফাইনালে স্পেন মুখোমুখি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। দুই মার্কিন টেনিস তারকা অস্টিন ক্রাজিচেক ও রাজিব রামের কাছে হার মেনেছেন নাদাল-আলকারাজ। অস্টিন-রাজিব জুটির কাছে ৬-২, ৬-৪ গেমে সরাসরি সেটে হেরে যান তারা। পুরুষ ডাবলসে দুই প্রজন্মের দুই তারকাকে নিয়েও তাই পদকহীন থাকতে হচ্ছে স্পেনকে।
এর আগে গত গত ২৯ জুলাই রোলাঁ গারোয় ৬-১, ৬-৪ গেমে নাদালকে (Rafael Nadal) হারিয়ে পুরুষ সিঙ্গেলসের তৃতীয় রাউন্ডে উঠেছেন জকোভিচ। প্রথম সেট ৬-১ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় সেটেও জকোভিচ সহজেই নাদালকে ধরাশায়ী করবে বলে মনে হচ্ছিল। তবে, প্রতিরোধ গড়ে তোলেন নাদাল (Rafael Nadal)। সমতা ফেরান ৪-৪ এ। এরপর অবশ্য সুযোগ দেননি জকোভিচ। শেষ পর্যন্ত ৬-৪ সেটে হার মানতে হয়েছে নাদালকে।
৩৮ বছর বয়সী নাদাল (Rafael Nadal) কেরিয়ারে গ্র্যান্ডস্লাম জিতেছেন ২২টি। যার ১৪টিই রোঁলা গাঁরোর লাল মাটিতে। সেই মাটিতেই এবার অনেকখানি অসহায় দেখা গিয়েছে তাকে। এমনকি আলকারাজের মতো সময়ের অন্যতম তারকাকে সঙ্গে নিয়েও পারেননি প্রতিপক্ষের বাধা উৎরাতে।