গত বছর চোটের কারণে কোনো গ্র্যান্ডস্লামেই খেলতে পারেননি রাফায়েল নাদাল (Rafael Nadal)। সুস্থ হয়ে এবার তিনি ফিরেছেন প্রিয় ফ্রেঞ্চ ওপেন দিয়ে। তবে রোলাঁ গারোঁয় রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন নাদাল হারলেন প্রথম রাউন্ডেই। সোমবার তাকে ৬-৩, ৭-৬ (৭/৫), ৬-৩ গেমে হারিয়ে দেন জার্মানির আলেক্সান্ডার জেরেভ।
সম্ভবত এটাই নাদালের শেষ ফ্রেঞ্চ ওপেন। রোলাঁ গারোঁয় ঐতিহাসিক পথচলা তার শেষই হয়ে গেল হয়তো। অবশ্য নাদাল কিছুটা রহস্য রেখেই গেলেন। হার শেষে তিনি বলেন, ‘আমার পক্ষে এখন কথা বলা কঠিন। আমি এটাও জানি না যে, এটা আমার শেষবারের মতো আপনাদের সামনে আসা কিনা। সত্য বলতে কি, আমি জানি না। তবে সেটা হলে আপনারা আমার জন্য ছিলেন অসাধারণ। আজকের অনুভুতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এই জায়গাটিকে আমি অনেক অনেক ভালোবাসি।’
এদিকে, মহিলা সিঙ্গেলসে সহজ জয় পেয়ে খেতাব ধরে রাখার মিশন শুরু করেছেন ইগা সিয়ানতেক। তিনি ৬-১, ৬-২ গেমে হারান কোয়ালিফায়ার ফ্রান্সের লিওলিয়া জিয়ানজিয়ানকে। জাস্টিন হেনিনের পর প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে টানা তিনবার ফ্রেঞ্চ ওপেন জয়ের সম্ভাবনা জাগিয়েছেন তিনি। দ্বিতীয় রাউন্ডে তিনি খেলবেন চারবারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন নাওমি ওসাকার বিপক্ষে। ওন্স জাবের, কোকো গাফ, মার্কেতা ভনদ্রোসোভা প্রথম রাউন্ডে জয় তুলে নিয়েছেন।