Rahul Gandhi: রাহুল গান্ধীর বিরুদ্ধে মন্তব্য নিয়ে দিল্লিতে ধুন্ধুমার, পথে নামল কংগ্রেস

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) নিয়ে মন্তব্য করায় কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু ও অন্যান্য বিজেপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। লোকসভা নেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে নিয়ে মন্তব্য করায় কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু ও অন্যান্য বিজেপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভকারী কংগ্রেস কর্মীদের আটক করে পুলিশ। সম্প্রতি মার্কিন সফরে গিয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছেন রাহুল গান্ধী। কংগ্রেস ও বিজেপির নেতারাও সরব হয়েছেন।

তিনি বলেন, ‘আমরা রাহুল গান্ধীর (Rahul Gandhi) পথ অনুসরণ করে সংবিধান রক্ষার জন্য লড়াই করছি। আমরা বিজেপিকে ভয় পাই না। প্রত্যেক কংগ্রেস কর্মী রাহুল গান্ধীর সমর্থনে দাঁড়িয়ে আছেন। অন্ধ্রপ্রদেশের কংগ্রেস সভাপতি ওয়াই এস শর্মিলা এবং দলের কর্মীরা বিজয়ওয়াড়ায় কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু এবং অন্যান্য বিজেপি নেতাদের বিরুদ্ধে লোকসভা নেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে (Rahul Gandhi) নিয়ে মন্তব্য করার জন্য প্রতিবাদ করেন।

কংগ্রেস নেতা অজয় মাকেন বুধবার কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টুর বিরুদ্ধে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে

Congress files police complaint against NDA leaders over 'hate-filled'  remarks against Rahul | India News - Times of India

 (Rahul Gandhi) দেশের এক নম্বর সন্ত্রাসবাদী বলার অভিযোগে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। সর্বভারতীয় মহিলা কংগ্রেস কমিটির (এআইএমসিসি) প্রধান অলকা লাম্বা সহ কংগ্রেস দলের কোষাধ্যক্ষ দিল্লির তুঘলক রোড থানায় কেন্দ্রীয় মন্ত্রী এবং আরও তিন রাজনৈতিক নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

বিজেপি নেতা তরবিন্দর সিং মারওয়া, শিবসেনা বিধায়ক সঞ্জয় গাইকোয়াড় এবং উত্তরপ্রদেশের মন্ত্রী রঘুরাজ সিংয়ের নামও অভিযোগপত্রে রয়েছে। অভিযোগের একটি অনুলিপি ভারতের নির্বাচন কমিশনেও পাঠানো হয়েছে।