Rahul Gandhi: নির্বাচনের আগে জম্মু-কাশ্মীর সফরে রাহুল গান্ধী, শ্রীনগরে রেস্তোরাঁয় নৈশভোজ

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) বুধবার জম্মু-কাশ্মীর সফরে গিয়েছেন। তাকে শ্রীনগরের ললিত হোটেলে তার রাত্রিবাসের ব্যবস্থা করা হয়েছে। রাহুল রাতে হোটেল থেকে বেড়িয়ে শ্রীনগরের একটি জনপ্রিয় রেস্তোরাঁয় নৈশভোজ করেন। সেই সময় রাহুলের সঙ্গে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গ। রাহুল গান্ধী (Rahul Gandhi) শ্রীনগরের গুপকার এলাকায় শহরের অন্যতম সেরা রেস্তোরাঁ এবং কাশ্মীরি খাবারের জন্য বিখ্যাত হোটেল আহদুসে খাওয়া-দাওয়া করেন। একটি আইসক্রিম পার্লারে আইসক্রিমের স্বাদ নিয়েছেন রাহুল গান্ধী।

কংগ্রেস নেতা সেখানে শুধু রাতের খাবার খেয়েছেন এবং কারও সঙ্গে দেখা করেছেন কি না, তা স্পষ্ট নয়। জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানীর বাণিজ্যিক কেন্দ্র পোলো ভিউ রেসিডেন্সি রোড এলাকায় রাহুল গান্ধীর সফর সেখানকার মানুষকে হতবাক করে দিয়েছিল। রাহুল গান্ধীর (Rahul Gandhi) শ্রীনগর সফরের সময় হোটেলের চারপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

Rahul Gandhi visits Iconic spots in Srinagar, to Chair Late-Night Meet -  News Vibes of India

দু “দিনের সফরে জম্মু-কাশ্মীরে গিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। বিমানবন্দরে পৌঁছনোর পর জম্মু ও কাশ্মীরের উচ্চপদস্থ নেতারা তাঁকে স্বাগত জানান। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা বিধানসভা নির্বাচনের আগে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গের দলের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে। বৈঠকে টিকিট বণ্টন নিয়েও আলোচনা হবে। বৈঠকে জম্মু ও কাশ্মীরের স্থানীয় দলগুলির সঙ্গে জোট নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Congress change itinerary for J&K visit; will head to Srinagar first, then  Jammu | India News - Times of India

জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হবে তিন দফায়। প্রথম দফার ভোট হবে ১৮ সেপ্টেম্বর, দ্বিতীয় দফার ভোট হবে ২৫ সেপ্টেম্বর এবং তৃতীয় দফার ভোট হবে ১ অক্টোবর। ভোট গণনা হবে ৪ অক্টোবর। ১০ বছর পর জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন হতে চলেছে। সর্বশেষ ২০১৪ সালে উপত্যকায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ৩৭০ ধারা বাতিলের পর জম্মু ও কাশ্মীরে এটিই প্রথম বিধানসভা নির্বাচন।