Rail Accident: পশ্চিমবঙ্গে ফের রেল দুর্ঘটনা! সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেসের ৩টি বগি লাইনচ্যুত

শনিবার, সকাল ৫.৩০ টার দিকে হাওড়ার কাছে সেকেন্দ্রাবাদ-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেসের তিনটি কোচ লাইনচ্যুত (Rail Accident) হয়। দক্ষিণ-পশ্চিম রেলের আধিকারিকরা এই তথ্য জানিয়েছেন। রেলের এক আধিকারিক জানিয়েছেন, কলকাতা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে নলপুরে সাপ্তাহিক স্পেশাল ট্রেনের কোচগুলি লাইনচ্যুত হয়। এই ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। লাইনচ্যুত কোচগুলির মধ্যে একটি পার্সেল ভ্যানও ছিল।

রেল আধিকারিকরা জানিয়েছেন, ২২৮৫০ সেকেন্দ্রাবাদ-শালিমার সাপ্তাহিক এক্সপ্রেসটি খড়গপুর বিভাগের নালপুর স্টেশনের মধ্য দিয়ে যাচ্ছিল যখন ৩টি কোচ লাইনচ্যুত (Rail Accident) হয়। সান্ত্রাগাচি ও খড়গপুর থেকে দুর্ঘটনা ত্রাণ ট্রেন এবং মেডিকেল রিলিফ ট্রেন অবিলম্বে সাহায্যের জন্য পাঠানো হয়েছে। যাত্রীদের কলকাতায় নিয়ে আসার জন্য বেশ কয়েকটি বাসও পাঠানো হয়েছে।

Train Accident: সাতসকালে হাওড়ার কাছে বেলাইন শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস, দ্রুত উদ্ধারকাজ শুরু রেলের - Bengali News | Shalimar Secunderabad Express derailed near Howrah ...

দক্ষিণ পূর্ব রেল বিভাগের নলপুর স্টেশনের কাছে ২২৮৫০ সেকেন্দ্রাবাদ শালিমার এসএফ এক্সপ্রেসের একটি পার্সেল ভ্যান সহ মোট ৩টি কোচ লাইনচ্যুত হয়েছে। এখনও পর্যন্ত কারও হতাহতের খবর পাওয়া যায়নি।