দুদিন ধরে বেশ ঠান্ডা পড়েছিল (Weather Update)। সাধারণ মানুষের মনে হয়েছিল, শীত এবার রাজ্যে পড়ে গেল (Weather Update)। জমিয়ে সেই ঠান্ডা (Weather Update) উপভোগ করা যাবে। কিন্তু সেই আশায় জল ঢেলে রাজ্যে ভরা পৌষে নামল বর্ষা (Weather Update)। আর তাতই উধাও ঠান্ডা (Weather Update)। শনিবার সকালে বাইরের আবহাওয়া দেখলে এক নিমেষের জন্য বর্ষাকাল (Weather Update) ভেবে ভুল হতেই পারে। রোদের দেখা তো নেই (Weather Update)। বরং সারা আকাশ মেঘে ঢাকা। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। কলকাতা, মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই একই ছবি (Weather Update)। কিন্তু এই আবহাওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা একেবারে উধাও।
রাত থেকেই কলকাতা সহ শহরের একাধিক জেলাতে শুক্রবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। শনিবার দিনভর দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দিনের বেলা তাপমাত্রা কিছুটা কম থাকলেও রাতে তাপমাত্রা বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, এখনই শীত ফেরার সম্ভাবনা কম। এমনকী ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনেও জাঁকিয়ে শীত পড়ার কোনও আশা নেই। নিম্নচাপ আর ঝঞ্ঝার জেরে কুপোকাতই শীত।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের ১০টি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার দার্জিলিং ও কালিম্পংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর সিকিমেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তার প্রভাব উত্তরবঙ্গে পড়তে পারে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নিম্নচাপটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এরপর এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় অবস্থান করবে। আগামী ২৭ ডিসেম্বর উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে ঝঞ্ঝা। ঘূর্ণাবর্ত থাকবে বাংলাদেশ ও রাজস্থান সংলগ্ন এলাকায়।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার দক্ষিণবঙ্গে দৃশ্যমানতাও ২০০ মিটারের নীচে থাকবে। কোথাও ৫০ মিটারের নিচে চলে যেতে পারে দৃশ্যমানতা। গাড়ি চালানোর ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।