Homeজেলার খবরRamnavami 2024: রাষ্ট্রদ্রোহী শক্তিরা সনাতনীদের আক্রমণের চেষ্টা করছেন, অস্ত্র মিছিল প্রসঙ্গে কটাক্ষ...

Ramnavami 2024: রাষ্ট্রদ্রোহী শক্তিরা সনাতনীদের আক্রমণের চেষ্টা করছেন, অস্ত্র মিছিল প্রসঙ্গে কটাক্ষ রথীনের

Published on

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে হাতে অস্ত্র নিয়ে চলল রাম নবমীর মিছিল (Ramnavami 2024)৷ প্রকাশ্য দিবালোকে তলোয়ার হাতে শোভাযাত্রায় দেখে গেল বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীকে৷ রামনবমীর দিনে সকালে হাওড়ার রামরাজাতলার রাম মন্দির থেকে শোভাযাত্রায় অংশ নেন তিনি৷

মিছিল থেকেই তিনি স্পষ্ট জানান সনাতন ধর্মে অস্ত্র পূজা অতি প্রাচীন রীতি। যা সমগ্র ভারতের সনাতন ধর্মালম্বী পরিবার পালন করে আসছেন। তিনি রামনবমীর দিনে অস্ত্র মিছিলকে সমর্থন করে বলেন, ‘‘ভারতীয় সংস্কৃতিতে অস্ত্র ও অস্ত্র শক্তির পূজা অতি সনাতন। ভারতের উত্তর, মধ্যভাগের বিস্তীর্ণ এলাকা জুড়ে সনাতনী পরিবারের সদস্যরা এর পূজা করে আসছেন, এটা নতুন কিছু না। এটা পূজার অঙ্গ, তাই এর অঙ্গ ছেদ করে এটা করা যায় না। ঠিক যেমন মাতৃশক্তির পূজাতে তার দশ অঙ্গের শক্তির উপাসনা করা হয় অস্ত্র সহ। একইভাবে এটাও পূজার অঙ্গ। এটাকে বিচ্ছিন্ন করে দেখানোর চেষ্টা হচ্ছে। ভারতের সনাতনীদের উপর রাষ্ট্রদ্রোহী শক্তির আক্রমণের বারবার চেষ্টা করা হচ্ছে।’’

তিনি আরও দাবি করে বলেন, ‘‘শিখ ধর্মে পঞ্চমকার সাধনা ও পূজা করা হয়, তাতে কৃপানকেও তারা পূজা করেন। সেখানে আপনি অঙ্গ ছেদ করে পূজা করতে পারেন না।
সাঁকরাইল এলাকাতে তৃণমূলের লোকেরা অস্ত্র নিয়ে মিছিল করলে তারা রামভক্ত, আর অন্যান্যরা মিছিলে অস্ত্র নিয়ে হাঁটলে তারা অভক্ত, তাদের মিছিলে অঙ্গচ্ছেদ করতে হবে, এটা চলতে পারে না। এটাকে রাষ্ট্রদ্রোহিতা বলে, আমি এর তীব্র প্রতিবাদ করছি।’’

পাশাপাশি ব্যারাকপুরে রামনবমী উপলক্ষে ভাটপাড়া পুরসভার বাবুপাড়ায় রাম মন্দিরে ও নৈহাটি বিধানসভায় গৌরীপুর চৌমাথাতে হনুমান মন্দিরে পূজা দিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এছাড়াও আজ রামনবমীর শোভাযাত্রার আয়োজন করা হয়েছে তৃণমূলের উদ্যোগেও। উত্তর হাওড়া লিলুয়া হনুমান মন্দির, মহাবীর চক থেকে শোভাযাত্রা শুরু হল৷ শেষ হবে হাওড়া সালকিয়া বজরংবলী মন্দির গভর্মেন্ট কোয়ার্টার পর্যন্ত।

রামনবমীর এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়, ডা: রাণা চট্টোপাধ্যায় প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। অন্যদিকে, ঘাষফুল শিবিরের দাবি, কোনও তৃণমূল নেতা, কর্মী বা প্রার্থী যদি রামনবমীর আয়োজক কমিটির সঙ্গে যুক্ত হতে চান বা নিজেরা আয়োজন করতে চান সেক্ষেত্রে দলের তরফে কোনও বাধা নেই৷ আর তারপরই রাজ্য জুড়ে তৃণমূলের নেতা-কর্মীরাও মেতেছেন রাম নবমী পালনে৷

Latest News

EPFO: UAN নম্বরের জন্য নতুন আদেশ জারি, দিল সরকার, জেনে নিন কিভাবে চালু করবেন

কেন্দ্রীয় সরকার শ্রম মন্ত্রকের মাধ্যমে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফাণ্ড অর্গানাইজেশনের (EPFO) জন্য একটি ডিক্রি জারি...

Mayar Khela: রবীন্দ্র গীতিনাট্য ‘মায়ার খেলা’ মঞ্চস্থ মায়া সেনের জন্মদিনে

স্বর্ণকুমারী দেবী প্রতিষ্ঠিত ‘সখী সমিতির’ উদ্যোগে রবীন্দ্রনাথ ২৭ বছর বয়সে রচনা করেন তার তৃতীয়...

Gautam Adani: ২০০০ কোটি টাকার দুর্নীতি, গৌতম আদানিকে গ্রেফতারের দাবি তুললেন রাহুল গান্ধী

গৌতম আদানিকে (Gautam Adani) নিয়ে বড় বয়ান দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।...

Ration Card Cancelled: প্রায় ৬ কোটি রেশন কার্ড বাতিল, দেখে নিন তালিকায় আপনার নাম আছে কি না

ভারতে, দরিদ্র ও অভাবী মানুষদের জন্য সরকার রেশন কার্ড (Ration Card Cancelled) জারি করে।...

More like this

Mayar Khela: রবীন্দ্র গীতিনাট্য ‘মায়ার খেলা’ মঞ্চস্থ মায়া সেনের জন্মদিনে

স্বর্ণকুমারী দেবী প্রতিষ্ঠিত ‘সখী সমিতির’ উদ্যোগে রবীন্দ্রনাথ ২৭ বছর বয়সে রচনা করেন তার তৃতীয়...

Suvendu on Beldanga: বেলডাঙার সংঘর্ষের ঘটনায় পুলিশের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সোশ্যাল মিডিয়া‍য় পোস্ট শুভেন্দুর

গত শনিবার রাতে মুর্শিদাবাদের বেলডাঙায় সাম্প্রদায়িক সংঘর্ষে ঘর বাড়ি ভাংচুর এবং আগুন, কার্ত্তিক পুজার...

Beldanga Communal Violence: বেলডাঙায় গোষ্ঠী সংঘর্ষে আগুন, একাধিক বাড়ি ভাঙচুর, প্ররোচনায় পা না দেওয়ার আবেদন সুকান্ত মজুমদারের

মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সাম্প্রদায়িক হিংসায় (Beldanga Communal Violence )হিন্দুদের বেছে বেছে মারধর,বাড়িতে বাড়িতে...