নিজস্ব প্রতিনিধি,রামপুরহাটঃ বগটুই “এর ঘটনায় একটা অদৃশ্য হাত আছে। আনারুলকে জিজ্ঞাসাবাদ করলেই সেই হাতটার নাম বেরিয়ে আসবে।” রামপুরহাটের বগটুই গ্রামের অকুস্থলে এসে এমনটাই বললেন ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকি।
এদিন গ্রামে এসে পোড়া বাড়ি গুলি ঘুরে দেখেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (ISF) নওশাদ সিদ্দিকি। তিনি বলেন, “আমি নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ওদের ভরসাটা রাখা৷ সঠিক তদন্ত করা৷ একজন তৃণমূলের ব্লক সভাপতি আনারুলের হাতে এত ক্ষমতা দেওয়া হয়েছে যে থানা কন্ট্রোল করে? যে অদৃশ্য হাতটা এর পিছনে আছে সেটা তদন্তে বেরিয়ে আসবে৷ সেই হাতটা যদি অনুব্রত হয়, তার বিরুদ্ধে তদন্ত হোক।”