টলিপাড়ার পরিচিত মুখ রণজয় বিষ্ণু (Ranajoy Bishnu) অল্পের জন্য রক্ষা পেলেন। আচমকাই এক উড়ো ফোন তাঁর কাছে। রীতিমতো হুমকি। নেপথ্যে নাকি মুম্বই পুলিশ। ধরা পড়েছে রণজয়ের নামে এক পার্সেল। যার মধ্যে রয়েছে ১৫টি পাসপোর্ট, এমডিএম (এক ধরনের মাদক), এ ছাড়াও বেশ কিছু বেআইনি জিনিস। শুনেই খানিক চমকে গেলেও উপস্থিত বুদ্ধির জোরেই এ যাত্রায় বড় সড় বিপত্তির হাত থেকে রক্ষা পেলেন অভিনেতা।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে রণজয় (Ranajoy Bishnu) জানালেন, ”মুম্বই থেকে হঠাৎই আমার কাছে একটা ফোন আসে। আমাকে বলা হয়, আমার নামে একটা পার্সেল রয়েছে। যার মধ্য়ে বেশ কয়েকটি পাসপোর্ট, মাদক এবং কয়েকটি ল্যাপটপ রয়েছে। আমি যখন জানাই, ওই পার্সেল আমার নয়। তখন আমাকে মুম্বই পুলিশের অন্ধেরি থানার সঙ্গে ফোনে যোগাযোগ করানো হয়। আমি বুঝতেই পেরেছিলাম, কিছু গণ্ডগোল রয়েছে। একেবারে পাকা অভিনেতার মতো, মুম্বই পুলিশের অফিসার সেজে আমাকে বলা হয়, যদি এখনই নির্দিষ্ট একটি অ্য়াপ ডাউনলোড করে ভিডিও কনফারেন্সে কথা না বলেন, তাহলে মস্ত বড় বিপদ হবে। আমার কাছে স্পষ্ট হয়ে যায়, এটা একটা স্ক্য়াম। তাই ঝটপট ফোন রেখে দিই। উপযুক্ত জায়গায় অভিযোগও জানিয়েছি।”
এই ভিডিওতে রণজয় আরও জানান, ”সবাইকে ঘটনাটি জানানোর জন্য এই ভিডিওটা করলাম। সবাই এরকম ধরনের ফোন থেকে সতর্ক থাকুন।”