খবর এইসময়,ওয়েব ডেস্ক: পশ্চিম বর্ধমানের রানিগঞ্জও আগামীর জোশীমঠ হতে পারে। মেঘালয় উড়ে যাওয়ার আগে এই আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জেরে ক্ষতির সম্মুখীন হবেন প্রায় ২০ থেকে ৩০ হাজার মানুষ। কোলিয়ারির ফাটলের জেরে রানিগঞ্জ এলাকার আসন্ন বিপদ নিয়েও কার্যত চুপ কেন্দ্র, এমনটাই অভিযোগ মুখ্যমন্ত্রীর।
মঙ্গলবার দমদমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি কেন্দ্র ও কোল ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কেন্দ্রের তরফে কয়লা খনিগুলির দিকে নজর থাকলেও এলাকার সামগ্রিক পরিস্থিতি নিয়ে কোনও খোঁজ নেই। রানিগঞ্জে প্রায়ই ধস নামলেও কোনও হুঁশ নেই কেন্দ্রের, অভিযোগ মুখ্যমন্ত্রীর। তিনি আরও জানান, রানীগঞ্জের অবস্থা ভয়ংকর। দশ বছর ধরে আমরা কেন্দ্রের সাথে লড়াই করছি । এই ব্যাপারে বহুবার কেন্দ্রকে চিঠি দেওয়া হলেও লাভ হয়নি। অবিলম্বে পরিত্যক্ত খনিগুলিকে বন্ধের পাশাপাশি এবং ধস–কবলিত এলাকার বাসিন্দাদের পুনর্বাসন দেওয়ার পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, যোশীমঠের বর্তমানে পরিস্থিতি রোধ করতে কেন্দ্রীয় সরকার আগে থেকে কেন কোনও পদক্ষেপ করেনি। যোশীমঠের যে পরিস্থিতি, তা রানিগঞ্জের ক্ষেত্রেও হতে পারে। কয়লা সমৃদ্ধ রানিগঞ্জকে যাতে যোশীমঠের মত অবস্থায় না পড়তে হয়, তার জন্য কেন্দ্রের সঙ্গে আলোচনা চলছে। রানিগঞ্জের মানুষকে যাতে যোশীমঠের মত পরিস্থিতিতে না পড়তে হয়, তার জন্য কেন্দ্রের সহায়তা প্রয়োজন। কেন্দ্র যাতে এ বিষয়ে আর্থিক সহায়তা করে, সে বিষয়ে ফান্ডের দাবি করা হচ্ছে। তবে রাজ্য নিজেদের সাধ্যমতো টাকা দিয়ে এলাকার উন্নয়নের চেষ্টা করছে বলে জানান মমতা বন্দ্য়োপাধ্যায়।
Why weren't arrangements made (in Joshimath) earlier. We're facing same situation in Raniganj & are fighting with Centre for funds. There's same problem by Coal India in Raniganj. 30,000 people will be affected. Govt should work on war-footing in Joshimath: WB CM Mamata Banerjee pic.twitter.com/r2Qi4hOTcn
— ANI (@ANI) January 17, 2023
প্রসঙ্গত, যোশীমঠ নিয়ে তোলপাড় শুরু হয়েছে দেশ জুড়ে। প্রায় ৭০০-র বেশি বাড়িতে যোশীমঠে ফাটল দেখা দিয়েছে। যোশীমঠ যেভাবে ডুবতে শুরু করেছে, তার জেরে দেবভূমি কার্যত বিপন্ন। যোশীমঠের পাশাপাশি কর্ণপ্রয়াগের একাধিক বাড়িতেও দেখা দিয়েছে ফাটল।